প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দীর্ঘদিন ধরেই জেলে বন্দী রয়েছেন তিনি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বারবার জামিনের আবেদন করা হলেও, আদালতের পক্ষ থেকে তা নাকচ হয়ে গিয়েছে। শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, এ কথা তুলে ধরা হলেও তাকে জেল থেকে ছাড়া হয়নি। তবে ইডির মামলাতে তিনি জামিন পেয়ে গিয়েছিলেন। কিন্তু সিবিআইয়ের মামলায় জামিন না পাওয়ায় আদৌ তার কবে জেল মুক্তি হবে, তা নিয়ে একটা সংশয় ছিল। তবে অবশেষে পুজোর আগেই বড়সড় সুখবর পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় খবর শোনানো হয়। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে আজ শীর্ষ আদালত সিবিআইয়ের মামলাতেও তাকে জামিন দিয়ে দিয়েছে। স্বাভাবিক ভাবেই এবার আশার আলো তৈরি হয়েছে পার্থবাবুর মধ্যে যে, হয়ত তিনি ইডির মামলায় জামিন পাওয়ার পরে এবার সিবিআইয়ের মামলাতেও যেভাবে জামিন পেয়ে গেলেন, তাতে তার জেল মুক্তি ঘটবে। কিন্তু কবে জেল থেকে ছাড়া পাবেন তিনি?

বলা বাহুল্য, ২০২২ সাল থেকেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিভিন্ন মামলার জালে জড়িয়ে রয়েছেন তিনি। তাই সিবিআই এবং ইডির মামলায় তিনি হয়ত জামিন পেলেন ঠিকই। কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলা এখনও পর্যন্ত রয়েছে। তাই এই দুই মামলায় জামিন পাওয়ার পর তার জেল মুক্তির সম্ভাবনা যেমন থাকছে, ঠিক তেমনই অন্যান্য মামলার কি পরিস্থিতি, তাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাই এখনই যে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হচ্ছে, তেমনটা নিশ্চিত করে কোনো পক্ষই বলতে পারছেন না।