প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার অনেক ফারাক। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বঞ্চিত। এই অভিযোগ তুলতে শুরু করেছিলেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, অন্যান্য বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মহার্ঘভাতার ফারাক ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এসবের মধ্যেই এবার পুজোর মুখে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করলো ত্রিপুরার বিজেপি সরকার।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে রাজ্যের ভূমিকা নিয়ে একটা তীব্র অসন্তোষ রয়েছে। সকলের একটাই প্রশ্ন যে, অন্যান্য রাজ্যে যখন একটা মহার্ঘ ভাতা দেওয়া হয়, তখন কেন পশ্চিমবঙ্গ তা দেয় না? আর কেউ মহার্ঘ ভাতা চাইলেই কেন তাদের ঘেউ ঘেউ করবেন না বলে অসম্মান করা হয়? বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ১৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে বলে খবর। যার সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ফারাক প্রায় ৩৭ শতাংশ। তবে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে না পারলেও, এবার ত্রিপুরার বিজেপি সরকারের পক্ষ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত।

জানা গিয়েছে, এদিন ত্রিপুরার বিজেপি সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য বড় ঘোষণা করা হয়। যেখানে ডিএ এবং ডিআর পুজোর আগে তিন শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে তা কার্যকর হবে বলে জানা গিয়েছে। আর এর ফলে ত্রিপুরার সরকারি কর্মচারীরা ৩৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গ যখন অনেকটাই পিছিয়ে, তখন ত্রিপুরার মত রাজ্য যেভাবে পুজোর আগে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে মহার্ঘভাতার ঘোষণা করলো, তাতে বাংলার সরকারের কবে ঘুম ভাঙ্গে, সেদিকেই নজর থাকবে সকলের।