প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চলতি বছরে বারবার প্রকৃতির করালগ্রাস দেখেছে উত্তরাখন্ড। বিভিন্ন সময় মেঘ ভাঙ্গা বৃষ্টিতে সেখানে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। ফের সেই উত্তরাখন্ডে শুরু হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ। যার ফলে ঘরবাড়ি, থেকে শুরু করে দোকান পাট পর্যন্ত ভেসে যেতে শুরু করেছে। সামনে উৎসবের মরশুম। পুজোর সময় অনেক বাঙালি বাইরে ঘুরতে যান। তাই তাদের জন্য আপাতত জানিয়ে রাখা প্রিয়বন্ধু মিডিয়ার পক্ষ থেকে যে, উত্তরাখণ্ডে বর্তমানে চলছে প্রাকৃতিক দুর্যোগ। তাই আপাতত সেদিককার সফর এড়িয়ে চলাই ভালো।
চলতি বছরে বারবার করে এই খবরের শিরোনামে এসেছে উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগ। ফের সেখানে শুরু হয়ে গিয়েছে মেঘ ভাঙ্গা বৃষ্টি। হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা ভাসতে শুরু করেছে। দেরাদুনে ইতিমধ্যেই মেঘভাঙ্গা বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর এলাকা জলের তলায় ভেসে গিয়েছে। পর্যটনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই উত্তরাখন্ড। প্রচুর মানুষ এখানে পর্যটনের জন্য আসেন। স্বাভাবিকভাবেই বারবার করে সেই এলাকা মেঘভাঙ্গা বৃষ্টিতে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটন শিল্পের যথেষ্ট ক্ষতি হচ্ছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা, বিশেষ করে হিমাচল প্রদেশের মান্ডি জলের তলায় চলে গিয়েছে। আতঙ্কে রয়েছেন সেখানকার সাধারণ মানুষরা।
এদিকে পুজোর মুখে উত্তরাখণ্ডের এই ভয়াবহ বিপর্যয় সামনে আসার পর অনেকেই সেখানে যাওয়ার পরিকল্পনা করলেও, এখন আপাতত তা স্থগিত রাখছেন। কেননা চলতি বছরে বারবার করে খবরে উঠে এসেছে উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের কথা। তাই সেখানে গিয়ে সাধারণ মানুষ যাতে বিপদে না পড়েন, তার জন্যই প্রিয়বন্ধু মিডিয়ার পক্ষ থেকে এই আপডেট। পরিস্থিতি এমন যে, এলাকা শুধু বন্যার পরিস্থিতি সৃষ্টি করেনি, মেঘ ভাঙ্গা বৃষ্টিতে দোকান ঘর পর্যন্ত ভেসে গিয়েছে। প্রচুর গাড়ি পথভ্রষ্ট হয়েছে। সাধারণ মানুষের বাসস্থানের জায়গাটুকু নেই। স্বাভাবিকভাবেই এই প্রাকৃতিক দুর্যোগ এবং মেঘ ভাঙ্গা বৃষ্টি যদি বাড়তে শুরু করে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে আতঙ্কগ্রস্ত সেখানকার বাসিন্দারা। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।