প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যারা প্রতিবাদী, যারা তৃণমূল সরকারের চোখে চোখ রেখে প্রতিবাদ করেন, তাদেরকেই যেভাবেই হোক, হেনস্থা করার চেষ্টা করে এই রাজ্যের প্রশাসন। আরজিকর কান্ডের সময় যারা সামনের সারিতে দাঁড়িয়ে যে সমস্ত চিকিৎসকরা লড়াই করেছিলেন, তার মধ্যে অন্যতম অনিকেত মাহাতো। তাকে পরিকল্পনা মাফিক আরজিকর থেকে রায়গঞ্জ মেডিকেলে বদলি করা হয়। যার ফলে তিনি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন। অবশেষে আজ কলকাতা হাইকোর্ট সেই প্রতিবাদী চিকিৎসক অনিকেত মাহাতোর পক্ষেই রায় দিয়েছে। আর আদালতের সেই নির্দেশ সামনে আসার ফলে এই রাজ্যের যারা প্রতিবাদী মানুষ, যারা এখনও শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলছেন, তারা অত্যন্ত উজ্জীবিত। আর আদালতের সেই রায়কেই স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ অবশেষে কলকাতা হাইকোর্টের একটি বড় নির্দেশ সামনে এসেছে। যেখানে প্রতিবাদী চিকিৎসক অনিকেত মাহাতোকে যেভাবে আরজিকর থেকে রায়গঞ্জ মেডিকেলে বদলি করা হয়েছিল, তা নিয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। আর সেখানেই আদালত অনিকেত মাহাতোর আবেদনে সাড়া দিয়েছে। যার ফলে রাজ্য রীতিমত ধাক্কা খেয়েছে। আর সেই বিষয় নিয়েই আদালতের এই নির্দেশ এবং রায়কে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “স্বাগত জানাব। আমি জাজমেন্ট দেখেছি। স্বাগত জানাব।” অর্থাৎ এই রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে প্রতিক্ষেত্রে অনুভব করছেন যে, এখানে শাসকদল প্রতিহিংসা পরায়ন আচরণ করে, এক্ষেত্রেও সেই একই অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। যার ফলে অনিকেত মাহাতো, যিনি আরজিকর কাণ্ডের সময় প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, তিনি আদালতের শরণাপন্ন হন। আর আদালত থেকে তার পক্ষে নির্দেশ যেতেই বিরোধী শিবির রীতিমত উজ্জীবিত। তাই আদালতে এদিন শাসক পক্ষ ধাক্কা খাওয়ার পরেই সেই নির্দেশকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।