প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রায় এক বছরের কিছু সময় আগে এই রাজ্যের বুকে ঘটে গিয়েছিল আরজিকরের মত মর্মান্তিক ঘটনা। যেখানে এক চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। আর তারপর থেকে বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে। আর যখনই প্রতিবাদ হয়েছে, তখনই একটাই দাবি করা হয়েছে যে, তথ্য প্রমান লোপাট করেছে প্রশাসন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যের বুকে ঘটে গিয়েছে আরও এক ভয়ঙ্কর ঘটনা। যেখানে দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। আর আজ সেই নির্যাতিতার সঙ্গে দেখা করতে এসে বাধাপ্রাপ্ত হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যার ফলে প্রতিবাদে হাসপাতালে বাইরে মূল গেটের সামনে অবস্থানে বসে পড়লেন তিনি।

জানা গিয়েছে, এদিন দুর্গাপুরে যে বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে, তার সঙ্গে দেখা করতে আসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দুর্গাপুর হাসপাতালে সেই নির্যাতিতার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। কিন্তু হাসপাতালের দরজা সেই সময় বন্ধ করে রাখা হয়। যার ফলে ভেতরে ঢুকতে পারেননি এই বিজেপি নেত্রী। পরবর্তীতে সেখানে দাঁড়িয়েই প্রতিবাদ করেন তিনি। এমনকি গেটের বাইরে অবস্থানেও বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। যাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

লকেটদেবীর দাবি, আরজিকরের মত এক্ষেত্রেও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। আর সেই কারণেই নির্যাতিতার সঙ্গে তাদের দেখা করতে বাধা দেওয়া হচ্ছে। এই রাজ্যজুড়ে নারী নির্যাতন চলছে। বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের উদাসীন মনোভাব সামনে আসছে। এই রাজ্যের প্রশাসন মহিলাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ বলেই দাবি করেছেন এই বিজেপি নেত্রী। তবে আরজিকরের মত এক্ষেত্রেও তথ্য প্রমাণ লোপাটের যে মারাত্মক অভিযোগ লকেট চট্টোপাধ্যায় করলেন, তাতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।