প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল এসআইআরের প্রতিবাদে দিল্লিতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত অভিযান ছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর। যেখানে সামিল হয়েছিলেন লোকসভার দলনেতা রাহুল গান্ধীও। কিন্তু সেখানে যেভাবে বিরোধী দলের সাংসদদের হেনস্থা করা হয় এবং রাহুল গান্ধীকে আটক করা হয়, তা নিয়ে আজ কলকাতায় প্রতিবাদে নেমে পড়লো প্রদেশ কংগ্রেস। যেখানে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযান করা হয়। কিন্তু সেখানেও তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। ইতিমধ্যেই প্রচুর কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযান করা হয়। মূলত, গতকাল যেভাবে এসআইআরের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ হয়েছে এবং তারপর দিল্লী পুলিশ হেনস্থা করেছে রাহুল গান্ধী সহ কংগ্রেসের সাংসদদের, তার বিরুদ্ধেই আজ কলকাতায় প্রতিবাদে নেমেছিল প্রদেশ কংগ্রেস। তবে সেখানে পুলিশের পক্ষ থেকে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়া হয়। এমনকি প্রবল ধস্তাধস্তি শুরু হয় কংগ্রেস কর্মী এবং পুলিশ কর্মীদের মধ্যে। পরবর্তীতে একাধিক কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে বলেও খবর। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই পাল্টা পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
প্রদেশ কংগ্রেসের বক্তব্য, দিল্লিতে যে প্রতিবাদ হয়েছে, সেখানে তো তৃণমূল কংগ্রেসও শামিল হয়েছিল। তাদের অনেক সাংসদকেও তো হেনস্থা করা হয়েছে। সেই সমস্ত ঘটনার প্রতিবাদেই তো আজ রাজভবনের সামনে এই বিক্ষোভ করছে প্রদেশ কংগ্রেস। কিন্তু এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তারা তাদের পুলিশকে দিয়ে এইভাবে প্রদেশ কংগ্রেসের কর্মীদেরকে হেনস্থা করছে কেন? যে গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস কর্মীরা দিল্লির ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং তাকে আটকাতে যেভাবে তৃণমূলের পুলিশ বাধাদান করছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের। তবে প্রদেশ কংগ্রেসের এই রাজভবন অভিযানকে কেন্দ্র করে রীতিমত উত্তাল হয়ে উঠেছে এলাকা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।