প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলা ও বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপুজোতে বিজেপি বাংলার সঙ্গে কতটা আত্মিকতা স্থাপন করবে, তা নিয়ে একটা সংশয় ছিল অনেকের মধ্যেই। তবে ২০২৬ এর নির্বাচনে যখন বিজেপি বাংলা দখল করতে চাইছে, তখন কেন্দ্রীয় নেতৃত্বের এই দুর্গাপুজোর সময় বাংলার পূজোয় অংশ নেওয়া উচিত বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুজোয় আসবার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। কিছুদিন আগেই খবর পাওয়া যায় যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দূর্গাপূজার সময় এই রাজ্যে পা রাখতে চলেছেন। তবে কোথায় তার কি কর্মসূচি, কটা পুজো তিনি উদ্বোধন করবেন, তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম চর্চা সামনে এসেছে। আর আজ অমিত শাহের বঙ্গ সফর নিয়ে পাকাপাকি খবর দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, চতুর্থীতেই পশ্চিমবঙ্গের বেশ কিছু পুজোতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে কলকাতার দুটি পূজোর সূচনা করার কথা রয়েছে তার। তবে চতুর্থীর দিনে তার কর্মসূচি শুরু হলেও, আগামীকাল তৃতীয়ার দিনে রাতেই পশ্চিমবঙ্গে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সেই কথায় জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বঙ্গ সফরের বিষয় নয়। দুর্গাপুজোর বেশ কয়েকটি আমন্ত্রণ তিনি পেয়েছেন। তাই আসবেন। আগামীকাল রাতের দিকে তিনি কলকাতায় পৌঁছচ্ছেন। পরের দিন তিনি সেই পুজোর সূচনাতে যাবেন। আমি থাকব।” অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে দূর্গা পুজোর সূচনার পর্বে আসছেন, তাতে বঙ্গ বিজেপি অত্যন্ত উজ্জীবিত। আর বাংলা ও বাঙালির উৎসবের সঙ্গে বিজেপি কতটা নিজেদের আপন করে নিতে পারে, তা এর মধ্যে দিয়ে আরও একবার পশ্চিমবঙ্গের মানুষের কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।