প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আগামী ২২ আগস্ট রাজ্যে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে বারবার করে তার সফর নিঃসন্দেহে রাজ্যের শাসকদলের চাপ বাড়াচ্ছে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরাও যথেষ্ট উদ্দীপনার মধ্যে রয়েছেন যে, প্রধানমন্ত্রী এসে বাংলার জন্য কি বার্তা দেন! মূলত, এবার রাজ্যে নরেন্দ্র মোদীর সফর অত্যন্ত আশা ব্যাঞ্জক হয়ে দাঁড়িয়েছে জনসাধারণের কাছে। কেননা বহু প্রতীক্ষিত এই তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে তার হাত ধরেই। আর প্রধানমন্ত্রী প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি দমদমে একটি জনসভাও করবেন। আর সেই সভার প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রীতিমত উদ্দীপনা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের মধ্যে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরও এবার আশাবাদী যে, নরেন্দ্র মোদী বাংলার জন্য বড় কোনো উপহার নিয়ে আসতে চলেছেন। আর তার মধ্যেই আজ লেবুতলায় প্রধানমন্ত্রীর দমদমের সভাকে সফল করতে বিজেপির পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আর সেই প্রস্তুতি সভাতেই বক্তব্য রাখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ এর নির্বাচনে বাংলা নিয়ে বিজেপি কতটা সিরিয়াস, তা নিয়ে গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যেও একটা সংশয় ছিল। কিন্তু সাম্প্রতিককালে যত সময় যাচ্ছে, ততই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, শুধু বাংলার বিজেপি নেতা কর্মীরা নয়, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যথেষ্ট সিরিয়াস বাংলা নিয়ে। আর সেই কারণেই বারবার করে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় সফর করছেন। আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রীর এই সফর সেদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই তার সভাকে জমজমাট করে তুলতে কোমর বেঁধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। আর সেই কারণেই আজ লেবুতলায় উত্তর কলকাতার বিজেপি নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী সভাকে সফল করতে তৃণমূল বিরোধীতায় ঝড় তুলছেন শুভেন্দু অধিকারী।