প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে শহর কলকাতার ভয়াবহ পরিস্থিতি। এখনও পর্যন্ত সেভাবে জল নামার খবর পাওয়া যাচ্ছে না। যার ফলে বিপর্যস্ত জনজীবন। টানা পাঁচ ঘন্টার মেঘ ভাঙ্গা বৃষ্টিতে যে জল জমেছে, তা সামলাতে হিমশিম খাচ্ছে পৌরসভা। পুজোর মুখে এই ধরনের দুর্যোগ রীতিমত বিপদ ডেকে এনেছে জনজীবনে। ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগের জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন মানুষ। আর এবার সামনে এলো আরও এক মর্মান্তিক খবর।
ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎপৃষ্ট হয়ে তারা যেভাবে প্রাণ হারিয়েছেন, তাতে প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। কেন রাস্তায় বারবার করে খোলা তার পড়ে থাকছে, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। আর তার মধ্যেই শাসনে পঞ্চায়েতের এক সাফাই কর্মী নর্দমা পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন। যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।
কি ঘটনা ঘটেছে? এদিন শাসন থেকে আরও এক মর্মান্তিক খবর সামনে এসেছে। যেখানে পঞ্চায়েতের এক সাফাই কর্মী নর্দমা পরিষ্কার করার কাজ করছিলেন। আর সেই সময়েই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। যার ফলে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত সাফাই কর্মীর নাম মিরাজুল আলী। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েতের এক সাফাই কর্মী পর্যন্ত যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন, তাতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।