প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ এও সাধারণ মানুষ ভেবেছিলেন যে, পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। বিজেপির হয়ত আসন সংখ্যা অনেকটাই বেড়েছে। কিন্তু সেইভাবে ক্ষমতায় আসার ধারে কাছে যেতে পারেনি বিরোধী শিবির। পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অনেক আসনেই তারা খুব কম ভোটে হেরেছেন। আর সব থেকে বড় কারণ, গণনায় প্রভাব বিস্তার করে নিজেদের মত করে ফলাফল পাল্টে নিয়েছে এই রাজ্যের শাসক দল। আর সেই কারণেই তারা আরও বেশি আসন পেলেও তৃণমূলের গা জোয়ারি এবং গণনায় কারচুপির কারণে তাদের পরাজিত হতে হয়েছে। কিন্তু এখানেই পাল্টা প্রশ্ন যে, তাহলে বিজেপি তো কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। রাজ্যের মানুষের এত তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ থাকা সত্ত্বেও গণনায় যদি বিজেপি কর্মীরা ঠিকমত পাহারা দিতে না পারেন, ঠিকমতো নজরদারি রাখতে না পারেন, তাহলে তাদের শক্তি বৃদ্ধি হবে কোথা থেকে? এখনও পর্যন্ত অনেকের মধ্যেই নির্বাচন ঠিকমতো হলেও গণনায় কারচুপি হয়ে যাবে না তো? এই সংশয় রয়েছে। আর সাধারণ মানুষের সেই সংশয়ের কথাই প্রকাশ্য সভা থেকে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এই রাজ্যের বুকে ইতিমধ্যেই এসআইআর চালু হয়ে গিয়েছে। যা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পালন করার ক্ষেত্রে প্রথম ধাপ বলেই দাবি করছে বিজেপি। তবে বিজেপি কর্মীদের মধ্যেও একটা সংশয় রয়েছে যে, নির্বাচন যদিও শান্তিপূর্ণভাবে হয় এবং ঠিকমত হয়, যদি মানুষ ভোট দিতেও পারে, তাহলে গণনাতে আবার কারচুপি করে জিতে যাবে না তো তৃণমূল কংগ্রেস? তবে দীর্ঘদিন ধরে রাজনীতি করা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব ভালো মতই জানেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া। তাই তিনিও এবার খুব ভালো মতই বুঝতে পারছেন যে, মানুষ প্রস্তুত হয়ে আছেন তৃণমূলকে সরানোর জন্য। এমনকি মানুষের মনে কোন সংশয় সব থেকে বেশি কাজ করছে, সেই কথাও সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন বর্ধমানের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বুঝিয়ে দিতে চান যে, রাজ্যের যে মানুষ যে কথাই বলুন না কেন, যে রাজনৈতিক দলের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ এবার প্রস্তুত হয়ে আছে তৃণমূলকে সরানোর জন্য। শুভেন্দুবাবু বলেন, “ভাবছেন না, আমি ১১ সালেও লড়েছি সিপিএমের বিরুদ্ধে। মানুষ প্রস্তুত। সবাই বলছে, গণনাটা ঠিকমতো করবেন তো? আমরা প্রস্তুত।” অর্থাৎ দীর্ঘদিন ধরে রাজনীতি করা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, তা নিয়ে যথেষ্ট অবগত এবং তিনি খুব ভালো মতই বুঝতে পারছেন যে, এবার পশ্চিমবঙ্গের পরিবর্তন হতে চলেছে। তবে গণনায় যদি কারচুপি আটকানো যায় এবং মানুষের মনে সেই গণনা নিয়ে যে সংশয় চলছে, তা যদি আটকে দিতে পারে বিজেপি, তাহলে দিনের শেষে বিজেপির সরকার ২০২৬-এ যে পশ্চিমবঙ্গে আসতে চলেছে, তাতে কার্যত ওভার কনফিডেন্ট রাজ্যের বিরোধী দলনেতা।