প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে দুয়ারে সরকারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের আরও একটি প্রকল্প আজকের জন্য নেওয়া উচিত। তা হলো, দুয়ারে বন্যা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বারবার করে দাবি করেন, তিনি রেকর্ড উন্নয়ন করে দিয়েছেন। সেই রাজ্যে, বলা ভালো, রাজ্যের রাজধানী কলকাতায় সামান্য বৃষ্টিতেই জল জমতে দেখা যায়। আর গতকাল সারা রাত জুড়ে যে বৃষ্টি হয়েছে, তাতে সকালে রীতিমত কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন মানুষ। স্বাভাবিক ভাবেই প্রশাসন এবং পৌরসভার ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর তার মধ্যেই এই কলকাতায় যে জমা জলের বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে থানাও রীতিমত জলের তলায় চলে গিয়েছে। সেই অর্থে জলের তলায় না গেলেও, থানার সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রীতিমত হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মীরা।
গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে গোটা কলকাতা রীতিমত জলমগ্ন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পৌরসভা। আগেভাগে দুর্যোগের খবর থাকা সত্ত্বেও কেন পৌরসভার আগাম প্রস্তুতি ছিল না, কেন এত উন্নয়ন করার পরেও শহর কলকাতার এই বেহাল দশা, তা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। আর তার মধ্যেই দেখা গেল, পর্ণশ্রী থানা রীতিমত জলমগ্ন হয়ে রয়েছে। যেখানে ডিউটি করতে এসে হাঁটু জল পেরিয়ে থানায় ঢুকতে হচ্ছে পুলিশ কর্মীদের। আর এই চিত্র সামনে আসতেই রাজ্যের পুলিশ মন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করছে বিরোধীরা।
তাদের বক্তব্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী কি দেখতে পাচ্ছেন, কলকাতার এই পরিস্থিতি? তিনি তো শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে ডাহা ফেল, তিনি যে কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে জলের তলায় ডুবিয়ে দিয়েছেন, তা আজকের ঘটনার মধ্যে দিয়েই পরিষ্কার। তবে যেখানে থানা পর্যন্ত জলমগ্ন, সেখানে পুলিশ মন্ত্রীর এই চিত্র দেখে কি খুব ভালো লাগছে? অবিলম্বে এই বেহাল পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় নিয়ে নিজের পদ থেকে পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করছে বিরোধীরা।