প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যে নারীদের বিন্দুমাত্র সম্মান নেই, তা একের পর এক যে ঘটনা ঘটছে এবং তারপর প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু তারপর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি যেভাবে হচ্ছে, তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আরজিকরের ঘটনার পর কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে, যে প্রতিবাদ হয়েছে, তারপর এই রাজ্যে আবার মহিলাদের নির্যাতনের মত কোনো খবর সামনে আসতে পারে। কিন্তু তারপরেও এই রাজ্যের বুকে ঘটে গিয়েছে পাঁশকুড়া হাসপাতালের ভেতরে স্বাস্থ্যকর্মীর সঙ্গে নির্যাতন থেকে শুরু করে কিছুদিন আগেই দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে গণধর্ষণের ঘটনা। এছাড়াও প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে মহিলা নির্যাতনের খবর। সম্প্রতি এসএসকেএম হাসপাতালে ভেতরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উলুবেড়িয়া থেকেও এসেছে নারী নির্যাতনের খবর। আর ক্রমাগত রাজ্যে যেভাবে মহিলা নির্যাতনের বিরুদ্ধে গোটা সমাজ গর্জে উঠলেও, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা যাচ্ছে, এবার তা নিয়েই সোচ্চার হলেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী।
বলা বাহুল্য, এসএসকেএম হাসপাতালে নাবালিকার যৌন নির্যাতন থেকে শুরু করে উলুবেড়িয়ার ঘটনা নিয়ে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরে এই বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা বুঝিয়ে দেন যে, মহিলাদের ওপর হয়ত ঘৃণা এসে গিয়েছে কোনো কোনো মানুষের। আর সেই কারণেই মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে রাজ্যে। পাশাপাশি এই রাজ্যে যে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই এবং যারা প্রকৃত অভিযুক্ত, তাদের সঠিক শাস্তি না হওয়ার কারণেই যে ক্রমাগতম মহিলা নির্যাতনের মত ঘটনা ঘটছে, সেই কথাও উল্লেখ করেন মিঠুন চক্রবর্তী।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, “বুঝতেই পারছেন, এদের বোধহয় মহিলাদের প্রতি ঘৃণা এসে গিয়েছে। তা না হলে মহিলাদের ওপর এত আঘাত, অত্যাচার কেন হচ্ছে? এর থেকেই বোঝা যায় যে, পুরোপুরি সিস্টেম ভেঙে পড়েছে। আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। আইন রেখেছেন কেন? অপরাধীদের ধরুন। শাস্তি দিন। তাহলেই এই ধরনের ঘটনা আর ঘটবে না।”