প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
হিন্দু সনাতনী শাস্ত্র যে অনেকটাই শক্তিশালী এবং মহামায়ার যে যথেষ্ট প্রভাব রয়েছে, তা একের পর এক ঘটনার মধ্যে দিয়েগ স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বিরোধীরা দাবি করছে, পিতৃপক্ষে পূজা উদ্বোধন করা যায় না। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিজাব পড়ে সেই পিতৃপক্ষের পূজা উদ্বোধন করে বিপদ ডেকে এনেছেন। যার পাপের ফল ভোগ করতে হচ্ছে শহরবাসীকে। ইতিমধ্যেই কলকাতায় জলমগ্ন পরিস্থিতি নিয়ে তেমনটাই খোঁচা দিয়েছে বিরোধীরা। আর আজ যে পুজো কলকাতার বুকে অত্যন্ত জনপ্রিয় যে পুজো, যে পুজোর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থাকা রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ববি হাকিমের পুজো বলেই পরিচিত, সেই পুজোতে হঠাৎ করেই লেগে গেল আগুন। যদিও বা ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আজকের জন্য সেই পুজো মণ্ডপ দর্শনার্থীদের ক্ষেত্রে বন্ধ রাখার কথা জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আগে জেনে নেওয়া যাক, কি ঘটনা ঘটেছে! আজ হঠাৎ করেই দুপুরের দিকে চেতলা অগ্রণী, যা কলকাতার অন্যতম জনপ্রিয় পূজা মন্ডপ, সেখানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। জানা যায় যে, এই পুজো মন্ডপের ওপরের দিকে আগুন লেগেছিল। পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হঠাৎ করেই যে ঘটনার কোনোবার ঘটেনি, সেই ঘটনা এবার ঘটে গেল কেন? এই সমস্ত বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকের জন্য মন্ডপ বন্ধ রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই গোটা বিষয়ে খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, হিন্দু শাস্ত্রকে অমান্য করতে নেই। আজ হিন্দু শাস্ত্র অমান্য হওয়ার জন্যই একের পর এক এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের নিয়ে পিতৃপক্ষে পূজা উদ্বোধন করেছেন। হিন্দু শাস্ত্রকে প্রতিনিয়ত অমান্য করার ঘটনা ঘটছে এই রাজ্যের বুকে। যার ফলে কলকাতার মানুষকে এমন জলমগ্ন পরিস্থিতিতে দিন কাটাতে হচ্ছে। আর এবার সেই কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ, সেখানেও আগুন লেগে গেল। আসলে মা দুর্গা মহামায়া একের পর এক হিন্দু শাস্ত্র বিরোধী আচরণে রীতিমত অসন্তুষ্ট। যার ফলে সেই সমস্ত ফল ভোগ করতে হচ্ছে রাজ্যবাসীকে বলেই দাবি করছেন একাংশ।