প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজনৈতিক এবং অরাজনৈতিক, দুই ধরনের কর্মসূচি এই পশ্চিমবঙ্গের বুকে গ্রহণ করছে। জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকতে দেখা যাচ্ছে তাকে। এমনকি রাজ্য বিজেপির বিভিন্ন নেতারাও বর্তমানে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনকে সামনে রেখে একতা যাত্রায় শামিল হচ্ছেন। আর আজ সেই কর্মসূচিতেই নানুরের কীর্নাহারে জাতীয় পতাকা হাতে পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সম্প্রতি সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্যের বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এমনকি এই কর্মসূচি লাগাতার ভাবে চলবে বলেও জানিয়ে দেন রাজ্য বিজেপির সভাপতি। আর সেই মতই জেলায় জেলায় বিভিন্ন বিজেপি নেতারা এই কর্মসূচিতে শামিল হচ্ছেন। যেখানে আজ বোলপুর সাংগঠনিক জেলার অন্তর্গত নানুরের কিরনাহারে একটি পদযাত্রায় শামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার এই পদযাত্রায় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। যার ফলে যথেষ্ট উজ্জীবিত বিজেপি নেতৃত্বরাও।

এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে নানুরের কীর্নাহারে একটি পদযাত্রা হয়। যেখানে বিজেপি নেতৃত্বরা যেমন উপস্থিত ছিলেন, ঠিক তেমনই সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নেন বলে খবর। আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়া এই কর্মসূচিতে জনতার যে ঢল চোখে পড়েছে, তাতে অনেকেই বলছেন যে, ২০১১ সালে পরিবর্তনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেতেন, ঠিক একইভাবে তার সঙ্গে মানুষের এই ঢল দেখা যেত। স্বাভাবিকভাবেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনে যখন বিজেপি রাজ্যূ পরিবর্তনের স্লোগান দিতে শুরু করেছে, তখন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের যে কোনো কর্মসূচিতে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে রাজ্য রাজনীতিতে বিজেপি যে যথেষ্ট প্রভাব বিস্তার করতে শুরু করেছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।