প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি নিজেরাও খুব ভালো মত জানে যে, পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে হলে কলকাতার অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন। শহর কলকাতা বা তার সংলগ্ন এলাকা বাদ দিয়ে কোনোমতেই যে বাংলায় ভালো ফল করা সম্ভব নয়, তা বিজেপির সমস্ত স্তরের নেতৃত্বরাই উপলব্ধি করতে পেরেছেন। তাই এখন কলকাতা এবং তার আশেপাশের এলাকাকে নিজেদের দখলে আনতে এবং জনসংযোগ বাড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। তবে এবার আর শুধুমাত্র কথার কথা নয়, একেবারে খাতায়-কলমে কি পরিস্থিতি আছে এবং কিভাবে নিজেদের অনুকূলে পরিস্থিতি নিয়ে আসতে হবে, তার জন্য প্রস্তুতি শুরু করে দিলো বঙ্গ বিজেপি।
ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিজেপি যে যথেষ্ট স্বস্তিতে রয়েছে এবং আগামী নির্বাচনে যে সেখানে তারা ভালো ফলাফল করবে, সেই ব্যাপারে নেতা এবং কর্মীরা প্রায় নিশ্চিত। তবে দক্ষিণবঙ্গে তাদের ফলাফল কি হবে, তা নিয়ে তারা কিছুটা দোলাচলে রয়েছেন। এমনকি কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় বিজেপি যদি এখন থেকেই জনসংযোগ বাড়াতে না পারে এবং জনমত নিজেদের পক্ষে নিয়ে আসতে না পারে, তাহলে ২৬ এর নির্বাচনে ২১ এর পুনরাবৃত্তি হবে না তো, এই প্রশ্ন কর্মীদের মধ্যে ঘোরাফেরা করছে। তবে এবার বাস্তব পরিস্থিতি বুঝতে আজ কলকাতা এবং তার সংলগ্ন মোট সাতটি জোনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি।
জানা গিয়েছে, আজ বঙ্গ বিজেপির দপ্তরে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই সেই বৈঠকে যোগ দিতে দলীয় কার্যালয় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মূলত, কলকাতা এবং তার সংলগ্ন সাতটি জোনকে নিয়ে এই বৈঠক হবে। যেখানে বিজেপির রাজ্য সভাপতিও উপস্থিত থাকবেন বলে খবর। আর এই খবর সামনে আসার পরেই একাংশ মনে করছেন যে, বিজেপির এখন টার্গেট কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় ভালো ফল করা। কারণ বিজেপি খুব ভালো মতো জানে যে, কলকাতা এবং তার আশেপাশের এলাকায় ভালো ফলাফল করতে পারলে রাজ্যের অন্যান্য জায়গায় এমনিতেও তারা ভালো ফলাফল করবে। তাই ক্ষমতা দখলের বৃত্ত সম্পূর্ণ করতে বঙ্গ বিজেপির আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।