প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবে কি হবে না, তা নিয়ে একটা দড়ি টানাটানি চলছে শাসক এবং বিরোধীদের মধ্যে। তবে নির্বাচন কমিশনের যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে বাংলায় এসআইআর হওয়া যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই ব্যাপারে নিশ্চিত প্রত্যেকেই। আর তার মধ্যেই এবার এসআইআরের প্রস্তুতি শুরু হয়ে গেল খাস কলকাতার বুকে। যেখানে মানিকতলা বিধানসভায় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনে প্রত্যেকটি রাজ্যের সিইওকে নিয়ে একটি বৈঠক করা হয়েছিল। আর সেখানেই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রস্তুতির কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এর মধ্যেই কলকাতার বুকে একেবারে মানিকতলায় এসআইআর সংক্রান্ত প্রস্তুতির খবর সামনে চলে এলো। যেখানে ভোটার তালিকা সংশোধনের যে প্রস্তুতি, তা শুরু হয়ে গিয়েছে মানিকতলা বিধানসভায়। স্বাভাবিকভাবেই যত সময় যাচ্ছে, ততই এই একের পর এক চিত্র সামনে আসায় স্পষ্ট হয়ে যাচ্ছে যে, বাংলায় এসআইআর চালু হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

বিশেষজ্ঞদের মতে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে অনেক বিরোধিতা করেছেন। এমনকি তৃণমূলের পক্ষ থেকেও এসআইআরের বিরোধিতা করে অনেক কথা বলা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন তাদের কাজে থেমে নেই। এবার কলকাতার বুকেই মানিকতলা বিধানসভায় যেভাবে এসআইআরের প্রস্তুতির কাজ শুরু হয়ে গেল, তাতে বোঝাই যাচ্ছে যে, কারও ধমক এবং বিরোধীতার জন্য এসআইআর সংক্রান্ত প্রস্তুতির কাজ থেমে থাকবে না। তবে মানিকতলা বিধানসভায় যে প্রস্তুতির কাজ শুরু হয়েছে, আগামী দিনে গোটা রাজ্যে পাকাপাকিভাবে কবে থেকে এসআইআরের কাজ শুরু হয়, সেদিকেই নজর থাকবে সকলের।