প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে এমনিতেই জটিলতা চলছে। আর তার মধ্যেই এবার সেই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপালের পক্ষ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। যেখানে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি বৈঠকের ডাক দিলেন তিনি। আর সেই বৈঠক ঘিরেই রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

জানা গিয়েছে, রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি বৈঠকের ডাক দিয়েছেন তিনি আর সেই বৈঠককে কেন্দ্র করেই নানা মহলে শুরু হয়েছে চর্চা। যেখানে আগামীকাল রাজভবনে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি বৈঠকে ডেকেছেন তিনি। তবে কি কারণে এই বৈঠক, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাগিং সমস্যার মোকাবিলা এবং নেশাজাতীয় দ্রব্যের রমরমা বন্ধ করতেই উপাচার্যদের সঙ্গে এই বিশেষ বৈঠক করতে চলেছেন রাজ্যপাল।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির পরিস্থিতি বর্তমানে খুব একটা ভালো নয়। বিভিন্ন সময় সেই শিক্ষাঙ্গন থেকে নৈরাজ্যের খবর সামনে আসছে। যার ফলে অত্যন্ত চাপে রয়েছে রাজ্যের শাসক দল। আর তার মধ্যেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে রাজ্যপালের ডাকা এই মেগা বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তবে আগামীকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে উপাচার্যদের এই বৈঠক কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, কি কি বিষয়ে সেখানে আলোচনা হয়, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।