প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল একদিকে তার প্রশাসনিক কর্মসূচি এবং আর এক দিকে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। স্বাভাবিক ভাবেই রাজ্যের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে যেমন আশাবাদী, ঠিক তেমনই বিজেপি কর্মীরাও যথেষ্ট উন্মাদনার মধ্যে রয়েছেন। যেখানে প্রধানমন্ত্রীর হাত ধরে কলকাতার তিনটি মেট্রো রুটের উদ্বোধন হওয়ার কথা। তবে প্রধানমন্ত্রীর এই সফরের আগেই তার সভাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে।

বলা বাহুল্য, রাত পোহালেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার যে তিনটি রুটের মেট্রো উদ্বোধন হতে চলেছে তার হাত ধরে, সেই রুটগুলির উদ্বোধনের জন্য বহুদিন ধরেই প্রতীক্ষায় ছিল বঙ্গবাসী। এই রুটের উদ্বোধন হয়ে গেলে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে সাধারণ মানুষের। ২৬ এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর হাত ধরে এই মেট্রো রুটের উদ্বোধন যথেষ্ট মাইলেজ দেবে গেরুয়া শিবিরকে বলেই মনে করছেন একাংশ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে রাজনৈতিকভাবে তৃণমূলের বিরুদ্ধে কতটা আক্রমণ শানান, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই সফরের ব্যাপারে বাড়তি তৎপরতা তৈরি হয়েছে প্রশাসনের অন্দরমহলে। যেখানে সভাস্থল রয়েছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা খুটিয়ে দেখা হচ্ছে। এমনকি মেট্রো স্টেশন চত্বরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থাকে খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। অর্থাৎ নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে যাতে নিরাপত্তায় কোনোরকম খামতি না থাকে, তার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে।