প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে গোটা বিজেপি পরিবার ব্যস্ত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে কেন্দ্র করে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। যেখানে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি। এমনকি একটি সভা করারও কথা রয়েছে তার। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সেই সফরকে কেন্দ্র করে রীতিমত উজ্জীবিত বঙ্গ বিজেপি। আর তার আগেই এবার শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

জানা গিয়েছে, গতকাল মাঝরাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে। কিন্তু হঠাৎ কি এমন হলো তার? যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, হঠাৎ করেই তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে শুরু করেন। আর তারপরেই তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর সফরের আগে যখন বঙ্গ বিজেপি উদ্দীপনায় ভাসছে, ঠিক তখনই দাপুটে বিজেপি বিধায়কের এই অসুস্থতা চিন্তায় ফেলে দিয়েছে গেরুয়া শিবিরকে।

বলা বাহুল্য, বরাবরই তৃণমূল বিরোধীতায় বিজেপি পরিবারের মধ্যে সামনের সারিতে রয়েছেন এই অগ্নিমিত্রা পল। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি শাসকের বিরুদ্ধে প্রতিনিয়ত সোচ্চার হয়েছেন। বিধানসভার ভেতরে এবং বাইরে নিজের যুক্তি তথ্য পরিসংখ্যানের মধ্যে দিয়ে তৃণমূলকে প্রতি দিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন তিনি। তাই সেই রকম একজন দাপুটে বিধায়ক এবং দাপুটে নেত্রীর হঠাৎ করেই অসুস্থতা চিন্তায় রাখছে তার অনুগামীদের। তবে রাত পোহালেই যেহেতু মোদীর সভা রয়েছে, তাই তার আগে হাসপাতাল থেকে ছাড়া পান কিনা অগ্নিমিত্রা পল, সেদিকেই নজর থাকবে সকলের।