প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ভোট এলেই বঙ্গে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতাদের দেখা যায়। মাঝেমধ্যেই এই কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে ইতিমধ্যেই রাজনৈতিক এবং প্রশাসনিক, দুই কর্মসূচি করতেই বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। আগস্ট মাসের ২২ তারিখেও মেট্রোর নতুন রুটের উদ্বোধন হয়েছে তার হাত ধরে। আর আজ রাত পোহালেই ফের বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।

বেশ কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে, প্রধানমন্ত্রী আবার বাংলায় আসবেন। আর এখন যে খবর পাওয়া যাচ্ছে, তা সামনে আসার পর রীতিমত উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, আগামীকাল বাংলায় পা রাখবেন প্রধানমন্ত্রী। যেখানে রাতে রাজভবনেই থাকবেন তিনি। আর তার পরদিন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। যেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত থাকবেন বলে খবর।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগেও রাজনৈতিক কর্মসূচি করতে তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। গত মাসেও তার বঙ্গ সফর হয়েছিল। আর আবার আগামীকাল প্রশাসনিক কর্মসূচি করতে পশ্চিমবঙ্গে আসছেন তিনি। তবে এই প্রশাসনিক কর্মসূচির ফাঁকেও কোনো রাজনৈতিক বৈঠক বা বিজেপি শীর্ষ নেতাদের কোনো বার্তা দেবেন কিনা প্রধানমন্ত্রী, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।