প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে আরজিকরের ঘটনার এক বছর পেরিয়ে যাওয়ার পরেও সঠিক বিচার হয়নি বলে মাঝেমধ্যেই হতাশা প্রকাশ করছেন অভয়ার মা-বাবা। একদিকে চিকিৎসক তরুনীর ধর্ষণ এবং খুন এবং অন্যদিকে আরজিকরের আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। আর এবার সেই আর্থিক দুর্নীতির তদন্তে বড় পদক্ষেপ গ্রহণ করলো সিবিআই। যেখানে তৃণমূল বিধায়কের বাড়িতে গুরুত্বপূর্ণ নথির সন্ধানে পৌঁছে গেল তারা।

সূত্রের খবর, ইতিমধ্যেই আরজিকর কান্ডে আর্থিক দুর্নীতির ঘটনায় বড় পদক্ষেপ গ্রহণ করেছে সিবিআই। আজ তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিথির বাড়িতে পৌঁছে গিয়েছে তারা। যেখানে গুরুত্বপূর্ণ নথির সন্ধানেই তাদের এই অভিযান বলে খবর পাওয়া যাচ্ছে। তবে কি এমন গুরুত্বপূর্ণ নথি, যার সামধা নিয়ে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গেল সিবিআই?

বলা বাহুল্য, বর্তমানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দায়িত্বে রয়েছেন এই সুদীপ্ত রায়। সন্দীপ ঘোষ যখন অধ্যক্ষ ছিলেন আরজিকর মেডিক্যাল কলেজের, তখন তিনি আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। ইতিমধ্যেই বেশ কিছু নথি পেয়েছে সিবিআই। তবে সেই নথিগুলোকে যাচাই করতেই আজ তারা পৌঁছে গিয়েছে এই তৃণমূল বিধায়কের বাড়িতে। মূলত, আরজিকরের আর্থিক দুর্নীতির তদন্তেই যে সিবিআইয়ের এই পদক্ষেপ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।