প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে যত সময় এগিয়ে আসছে, ততই রীতিমত বিপদের মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের। ইতিমধ্যেই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গার ভিডিও পোস্ট করে দাবি করছেন যে, রাজ্যজুড়েই তৃণমূল নেতারা এখন মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন। এমনকি যে সমস্ত সরকারি প্রতিনিধিরা তৃণমূলের দলদাসের মত আচরণ করে, তাদেরকেও জনতার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। আর আজ তিনি জনতার পাশে রয়েছেন, এই কথা প্রমাণ করতে গিয়ে মানুষের আরও প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। জমা জলে যেভাবে এলাকা বিপর্যস্ত, তাতে বিধায়ককে দেখে রীতিমত ক্ষোভ উগড়ে দিলেন জনতা জনার্দন।
ইতিমধ্যেই আজ একটি বড় ঘটনা সামনে এসেছে। যে ঘটনা প্রকাশ্যে আসার পর একটা বিষয় প্রমাণ হয়ে গিয়েছে যে, এই রাজ্যের শাসকদলের নেতারা এখন যতই নিজেদের জনদরদী প্রমাণ করার চেষ্টা করুন না কেন, মানুষ আর তাদের সমর্থন করবে না। ২০২৬ এর নির্বাচনের আগে তৃণমূল এখন যতই প্রকল্প নিয়ে এসে তারা মানুষের পাশে আছে, প্রমাণের চেষ্টা করুক, জনতা কার্যতাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকের ঘটনার পর তৃণমূলের ডোমজুড়ের বিধায়ক তারও বেশি করে উপলব্ধি করবেন বলেই মনে করছেন একাংশ।
কি ঘটনা ঘটেছে! আজ হাওড়ার ডোমজুড়ে যেভাবে জমা জলে এলাকার মানুষ রীতিমত বিপর্যস্ত হয়ে পড়েছেন, তার পরিপ্রেক্ষিতে সেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। একেবারে সেই জমা জলে হাঁটতে দেখা যায় তাকে। আর বিধায়ককে দেখেই রীতিমত নিজেদের যাবতীয় ক্ষোভ উগড়ে দেন এলাকার সাধারণ মানুষ। প্রত্যেকেই এতদিন পর কেন বিধায়ক এসেছেন, এতদিন কোথায় ছিলেন? এই সমস্ত প্রশ্ন তুলতে শুরু করেন। আর সাধারণ মানুষের পক্ষ থেকে বিধায়কের সামনেই যেভাবে বিক্ষোভ দেখানো হলো, তাতে বোঝাই যাচ্ছে যে, এই এলাকার মানুষও তৃণমূলের শাসনে রীতিমত বিরক্ত। তাই তৃণমূল বিধায়ক এসেছেন, তার জন্য ভয় না পেয়ে একেবারে চোখে চোখ রেখে যেভাবে এলাকাবাসী যে যন্ত্রণার মধ্যে রয়েছেন, যেভাবে জল যন্ত্রণার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে, তার বিরুদ্ধে একেবারে প্রকাশ্যেই সোচ্চার হলেন। যার ফলে রীতিমত অস্বস্তিতে পড়ে গেলেন এই তৃণমূল বিধায়ক। বিজেপির দাবি, ডোমজুড়ের মানুষ তৃণমূলের আমলে রীতিমত তিতিবিরক্ত। আর তারই বহিঃপ্রকাশ আজ এলাকাবাসীর মধ্যে থেকে প্রকাশিত হয়েছে। আগামী ২৬ এর নির্বাচনে গোটা রাজ্যের মত ডোমজুড়েও তৃণমূল পরাজিত হবে এবং তারপরেই এই এলাকার উন্নয়ন হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।