প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে নিয়েছিল সেনা। আর তারপরেই ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। মুখ্যমন্ত্রী বলেন, সেনা নাকি তাকে দেখে পালিয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেনাকে বিজেপির কথায় কাজ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। যার ফলে রাতেই সেই মেয়ো রোডে জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এমনকি রাজ্যজুড়ে রাষ্ট্রপ্রেমী জনসাধারণ প্রত্যেকেই জাতীয় পতাকা হাতে সেনাবাহিনীর জন্য রাস্তায় নামুন এবং মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করুন বলেও আবেদন জানান তিনি। আর আজ সাত সকালেই মুখ্যমন্ত্রীর গতকালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয়ে গেল প্রতিবাদ কর্মসূচি।
সূত্রের খবর, এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে দেখা যায়। যেখানে সল্টলেকে বিজেপির পক্ষ থেকে সেনাবাহিনীকে অপমানের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। যে প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ব্যানার, পোস্টার হাতে শ্লোগান তুলে প্রতিবাদ কর্মসূচি করে বিজেপি।
বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, গোটা রাজ্যজুড়েই যারা দেশকে ভালোবাসেন, তাদের প্রত্যেকের রাস্তায় নামা উচিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দেশের বিরুদ্ধে মন্তব্য করেন, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানান। গতকাল তিনি যা মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। দেশকে যারা নিরাপত্তার চাদরে মুড়ে রাখেন, সেই সমস্ত সেনাবাহিনী সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত অপমানজনক। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তাই যারা রাষ্ট্রপ্রেমী জনসাধারণ, তারা সকলেই মুখ্যমন্ত্রী মন্তব্যের বিরুদ্ধে রাস্তায় নামছেন বলেই দাবি গেরুয়া শিবিরের।