প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনাকে একেবারে বিসর্জন দিয়েছে বর্তমান তৃণমূল সরকার। একসময় তারা বিরোধী দলের ক্ষমতায় যখন ছিলো, তখন সিঙ্গুরের শিল্প সম্ভাবনার ভবিষ্যতে নষ্ট করে দিয়েছিল বলে অভিযোগ করে বিরোধীরা। আর মুখ্যমন্ত্রী যখন গতকাল থেকে ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন করছেন, যখন আবার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে, তিনি শিল্পের জোয়ার এনেছেন রাজ্যে, তখন মুখ্যমন্ত্রীর যন্ত্রনার কথা উল্লেখ করে হাঁটে হাড়ি ভাঙলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌ যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

ইতিমধ্যেই গতকাল থেকে রাজ্যে ফের ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন শুরু হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে রাজ্যের অর্থনৈতিক উন্নতি রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে অনেক কথা বলছেন। রাজ্যের বেকারত্ব অনেকটাই কমে গিয়েছে তার সরকারের আমলে, সেই কথাও শোনা যাচ্ছে তার গলায়। কিন্তু কতটা কি বাস্তব পরিস্থিতি, তা তো রাজ্যের যুবসমাজ পরোতে পরোতে উপলব্ধি করছেন। সকলেই দেখতে পাচ্ছেন যে, এই রাজ্যে শিল্প বলতে ছিটেফোঁটাও নেই। আর এতদিন ধরে যে সমস্ত মৌ স্বাক্ষর হয়েছে, সেই তথ্য তুলে ধরে পাল্টা বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর মন মেজাজ এখন কোনোটাই ভালো নেই। তাই বিশ্ব বাংলার পরিবর্তে ধনধান্যে বিজনেস সামিট হতে চলেছে ২০০ কোটি টাকা খরচ করে। যেখানে উপহার বিতরন, খাওয়া দাওয়া চলবে। এবার আমরা এই শিল্পের মিথ্যাচার ক্যাম্প করে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব। এতদিন ধরে বিজিবিএসে মুখ্যমন্ত্রী যতগুলো মৌ স্বাক্ষর করেছেন, সেখানে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই টাকায় কত হাসপাতাল করা যেত।”