প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। কিন্তু গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষক দিবস পালন করে নিয়েছেন। স্বাভাবিকভাবেই সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একেবারে নির্ধারিত দিনে যেদিন শিক্ষক দিবস, ঠিক সেই দিনই অর্থাৎ আজ পূর্ব মেদিনীপুরে কাঁথিতে শিক্ষকদের সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, আজ শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। শিক্ষকদের সম্মান জানানোর প্রক্রিয়া চলছে। আর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে শিক্ষা সেলের উদ্যোগে শিক্ষকদের সম্মান প্রদানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি কৃতি ছাত্র ছাত্রীদেরও সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। আর সেই কর্মসূচিতেই উপস্থিত থেকে শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একাংশ বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিশেষ অনুষ্ঠানের জন্য শিক্ষক দিবসের মত পবিত্র অনুষ্ঠানকে এগিয়ে আনতে পারেন। কিন্তু শুভেন্দু অধিকারী সেই রকম মানুষ নন। যেদিন যে অনুষ্ঠান, তার পবিত্রতা বজায় রেখে সেদিনই সেই অনুষ্ঠান করা প্রয়োজন। গতকালই শুভেন্দু অধিকারী শিক্ষক দিবসের অনুষ্ঠান একদিন আগে হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। আর আজ সেই শিক্ষক দিবসের মাহাত্ম্য বজায় রেখে নিজের জেলা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপনে শামিল হলেন তিনি।