প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
টাটা চলে যাওয়ার ১৭ বছর পর সম্প্রতি সিঙ্গুরে গিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলেই আশা করেছিলেন যে, সামনেই যখন বিধানসভা ভোট, তখন নরেন্দ্র মোদী একবারের জন্য হলেও সিঙ্গুরে টাটা আসবে বা সিঙ্গুরের শিল্প সম্ভাবনার মত পরিস্থিতি বিজেপি সরকার এলে তৈরি হবে, এরকম কোনো মন্তব্য করবেন। কিন্তু সেরকম কিছুই তার বক্তব্যে শুনতে না পাওয়ায় অনেকেই হতাশ। আর এই পরিস্থিতিতে এবার যারা এই বিষয়টি নিয়ে চর্চা করছেন, যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে নরেন্দ্র মোদীর বক্তব্যে কেন সিঙ্গুরের শিল্পায়নের প্রসঙ্গ এলো না, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের পাল্টা জবাব দিয়ে বড় কথা বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সম্প্রতি সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভার পরেই একটা বিষয় নিয়েই বিভিন্ন মহলে চর্চা হয়েছে যে, কেন প্রধানমন্ত্রী বক্তব্যে সিঙ্গুরে শিল্পায়নের প্রসঙ্গ শোনা গেল না? তিনি এত বড় সুযোগ কেন ছেড়ে দিলেন? তৃণমূলের বিরুদ্ধে এত কথা বললেন, অথচ একবারের জন্যও তিনি একটি শব্দ প্রয়োগ করে বলতে পারলেন না যে, সিঙ্গুরে বিজেপি সরকার এলে শিল্প স্থাপন হবে। তবে বিজেপির পক্ষ থেকে এতদিন পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী যা বলার এক বাক্যেই বুঝিয়ে দিয়েছেন। তিনি তো বলে দিয়েছিলেন যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হলেই বিনিয়োগ হবে। এর মধ্যে দিয়েই তো সমস্ত কিছু বুঝে যাওয়া উচিত। কিন্তু তারপরেও কিছু মানুষ প্রধানমন্ত্রী বক্তব্যে সিঙ্গুরের শিল্পায়নের প্রসঙ্গ না আসায় হতাশা প্রকাশ করছেন। আর আজ সেই বিষয়েই পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গিয়েছেন। প্রথম কথা, শিল্প করতে গেলে জমির দরকার। শিল্প আকাশে হয় না। জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে, ততক্ষণ অমুক জায়গায়, অমুক মাটিতে, অমুক জিনিস হবে, এই কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে দিয়েছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে, যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে।”