প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিগত বাম সরকারের আমলে রাজ্যের যে দুটি জায়গায় আন্দোলন সব থেকে বেশি হয়েছিল এবং তার ফলে সেই বাম সরকারের বিদায় নিশ্চিত হয়েছিল, তার মধ্যে অন্যতম, সিঙ্গুর। তবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সিঙ্গুরের যে আন্দোলন তারা করেছিল, তা যে ভুল ছিলো, তা অনেকেই স্বীকার করে নিয়েছেন। এমনকি শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য মানুষকে ভুল বুঝিয়ে কৃষি জমির ক্ষতি করে শিল্পায়নকে দূরে সরিয়ে দিয়ে রাজ্যের সবথেকে বেশি ক্ষতি যে তৃণমূল করেছে, তা এখন সিঙ্গুরের কৃষকরাও বুঝতে পেরেছেন। তাই ২৬ এর নির্বাচনের আগে সেই সিঙ্গুরেই উঠতে শুরু করেছে পরিবর্তনের আওয়াজ। সেখানকার মানুষরাও এখন শিল্পায়ন চাইছেন। তৃণমূলের ফাঁদে পা দিয়ে একসময় তারা বিগত বাম সরকারের আমলে শিল্পায়নের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে নেমেছিলেন, তা যে ভুল ছিলো, তা অনেকেই স্বীকার করে নিচ্ছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই সিঙ্গুরেই সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সভার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। সিঙ্গুরের মাটি থেকে তিনি শিল্পায়নের নতুন কোনো বার্তা দেন কিনা, তার দিকে নজর রয়েছে সকলের। আর প্রধানমন্ত্রীর সেই সভাকে সফল করতে আজ সেই সিঙ্গুরে গিয়ে বাড়ি বাড়ি আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে পরিবর্তন সংকল্প সভা থেকে বার্তা দেবেন তিনি। একসময় এই সিঙ্গুর থেকেই পরিবর্তনের আওয়াজ উঠেছিল। বিগত বাম সরকারের আমলে এই সিঙ্গুরে আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতায় আসার পথকে প্রশস্ত করেছিলেন‌। তবে শিল্পের সর্বনাশ করে, কৃষিজমির সর্বনাশ করে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন, তা যে ভুল ছিলো, তা এখন সিঙ্গুরের কৃষকরাই স্বীকার করে নিচ্ছেন। তাই এখন তারা নিজেদের ক্ষতি হয়ে যাওয়ার পর এই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এবং দাবি করছেন, রাজ্যে শিল্প আসুক। সিঙ্গুরের যে জমির ক্ষতি করে, আন্দোলন করে নিজেদের ক্ষমতায় আসার পথ করেছে তৃণমূল, সেই তৃণমূলের বিসর্জন নিশ্চিত হোক বলেই দাবি করছেন এলাকার মানুষ। তাই প্রধানমন্ত্রী যখন সিঙ্গুরে আসছেন, তখন সেখান থেকে তিনি রাজ্যে ক্ষমতার পট পরিবর্তন হলে নতুন শিল্প সম্ভাবনার কোনো বার্তা বা প্রতিশ্রুতি দেন কিনা, তার দিকে অবশ্যই নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। তবে আজ প্রধানমন্ত্রীর সেই সভায় সিঙ্গুরের মানুষকে আসার জন্য আমন্ত্রণ জানাতে গিয়ে রীতিমত জনতার সঙ্গে মিশে গেলেন সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, আজ সিঙ্গুরে পৌঁছে যান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যেখানে প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে তাদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন তিনি। শুধু তাই নয়, জনতাকে প্রধানমন্ত্রীর সেই সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তাদের সঙ্গে রীতিমত মিশে যেতে দেখা যায় সুকান্ত বাবুকে। কখনও ছোট্ট শিশুকে কোলে নিয়ে, আবার কখনও বা মানুষের সঙ্গে করমর্দন করে জনসংযোগে ব্রতী হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।