প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হতেই প্রচুর অবৈধ বাংলাদেশী এবং অনুপ্রবেশ কারীরা সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছেন। তবে অনেক জায়গাতেই তাদেরকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে। তবে এই জায়গাতেই কিছুটা ভিন্ন সুর রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এতদিন ধরে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী হিসেবে পশ্চিমবঙ্গের সম্পদ নষ্ট করেছে, যারা এপার বাংলায় অবৈধভাবে থেকেছে, তাদের আর এপারে রাখতে চান না তিনি। এক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করে জেলে বসিয়ে রেখে ভাত না খাইয়ে ওপারেই পাঠিয়ে দেওয়া উচিত বলে নিজের ব্যক্তিগত মত পোষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
গতকালই খবর আসে যে, স্বরূপনগরের সীমান্তে প্রায় ৩০০ জন বাংলাদেশী ধরা পড়েছে। তবে বেশ কিছু জায়গায় আবার সেই সমস্ত অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এতদিন ধরে যারা পশ্চিমবঙ্গে থেকেছে, খেয়েছে, তাদের আবার গ্রেপ্তার করে এপার বাংলায় রাখার কি কোনো অর্থ হয়? জনপ্রতিনিধি হিসেবে তিনি এই কথা বলতে পারেন না বললেও, নিজের ব্যক্তিগত মত এবং অনুভূতির কথা ব্যক্ত করলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় জানালেন, যারা এতদিন এবার বাংলায় থেকে, আমাদের খেয়ে পড়ে বড় হয়েছে, তাদের আর এপারের জেলে পুষিয়ে রাখার কোনো অর্থ হয় না। এক্ষেত্রে তাদের সীমান্ত দিয়ে ওপারেই পাঠিয়ে দেওয়ার পক্ষে রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সীমান্তে যেভাবে একের পর এক অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে তার কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “দেখুন আমি একজন বিধায়ক। তবে আমি আমার পদ ছেড়ে বলব এদের ভাগিয়ে দেওয়া উচিত। যেতে গেলে খুলে তাড়িয়ে দেওয়া উচিত। ভাত খাবে আমাদের। আমরা কেন এদেরকে জেলে রেখে আমাদের ভাত খাওয়াব? এরা ভারতীয় নয়। এটা হিন্দু, মুসলমানের প্রশ্ন নয়। এটা ভারতীয়দের প্রশ্ন। কেন আমার ভাত আমি ওদেরকে দেব? এরা জেলের ভেতরে থেকেও তো খারাপ কাজ করবে।”