প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তৃণমূলে এর বিরোধিতা করতে শুরু করেছিল। এমনকি যখন কোনোভাবেই এসআইআর আটকানো গেল না, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা প্রতিনিয়ত দাবি করতে শুরু করেছিলেন যে, বিএলওদের ওপর নাকি মারাত্মক চাপ হচ্ছে। সেই কারণে নাকি অনেকে প্রাণ হারাচ্ছেন। কিন্তু সিস্টেমে মিথ্যে তথ্য আপলোড করানোর জন্য যে তৃণমূলের নেতারাই বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছেন, সেই ব্যাপারে পাল্টা দাবি করতে শুরু করেছিলেন বিজেপি নেতারা। আর এইসবের মধ্যেই খড়দহে এক বিএলওর বাড়িতে হামলার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারা এই হামলার ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর সেই বিষয়েই এবার তৃণমূলকেই দায়ী করে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

যে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই দাবি করছে যে, রাজ্যে নাকি এসআইআরের ফলে অনেক মানুষ মানসিক চাপে প্রাণ হারাচ্ছেন। যে তৃণমূলের নেতারা দাবি করছেন যে, বিএলওদের কাজ করতে অসুবিধা হচ্ছে, সেই কারণে অনেকে টেনশন নিতে পারছেন না, এবার সেই রাজ্যে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। যার ফলে স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে, এর পেছনে তাহলে কারা জড়িত? এতদিন তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছিল যে, বিএলওরা চাপ নিতে না পেরে প্রাণ হারাচ্ছেন। কিন্তু যেভাবে খড়দহে সেই বিএলওর বাড়িতে হামলার ঘটনা ঘটলো, তাতে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে, এর পেছনে তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত নেই তো? তবে এতদিন তৃণমূল যেভাবে দাবি করছিল যে, বিএলওরা কাজের চাপে প্রাণ হারাচ্ছেন, এদিন যে হামলার ঘটনা ঘটে গেল, তারপর সেই তৃণমূলের বিরুদ্ধেই ভয়ংকর অভিযোগ তুললেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

এদিন বিএলওর বাড়িতে হামলার ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংহকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, “এই রাজ্যে যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, সেদিন থেকেই মমতা ব্যানার্জি যে ভূমিকা নিয়েছে, ওনার দলের লোকেরা তো সেই ভাবেই করবে। বিএলওর নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করছে। কিন্তু সেখানে যেভাবে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে, মিথ্যে তথ্য, ভুয়ো ভোটারদের রেখে দেওয়ার জন্য যে চাপ দেওয়া হচ্ছে, তা তো তৃণমূলের পক্ষ থেকেই করা হচ্ছে। আর যে সমস্ত বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করছে, তখন তাদের ওপর হামলা করছে, মারধর করছে। বিএলওর ওপর যে হামলা হয়েছে, সেই ঘটনায় পুলিশ অনেক দেরিতে পৌঁছেছে। মমতা ব্যানার্জি নির্দেশেই এই সমস্ত কাজ হচ্ছে। প্রকৃতভাবে যদি দেখা যায় যে, বিএলওদের ওপর যদি কেউ চাপ সৃষ্টি করছে, তাহলে তো সরকারি দল করছে।”