প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ায় এতটাই ভীত হয়ে রয়েছেন যে, তিনি সংবিধানকে রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন। প্রতিমুহূর্তে নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন। এসআইআরের বিরোধিতা করে এবার কৃষ্ণনগরের সভা থেকে মা-বোনেদের হাতা, খুন্তি তৈরি রাখার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরোক্ষে তিনি কি বলতে চাইছেন, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। যেখানে ছেলেরা পেছনের সারিতে থাকলেও, মেয়েদের সামনে সারিতে এসে লড়াই করার কথা বলেছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেই বিষয় নিয়েই এবার পাল্টা মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গে প্রথম দিকে তিনি কোনোমতেই এসআইআর হতে দেবেন না বলে অনেক কথা বলেছিলেন। কিন্তু পরবর্তীতে এই বাংলায় এসআইআর প্রক্রিয়া হয়েছে। এমনকি এনুমারেশন ফর্ম আপলোড করার সময় সীমাও শেষ হয়ে গিয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর মুখে যে বড় বড় কথা মানায় না সেই ব্যাপারে পাল্টা কটাক্ষ করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে যখন প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার মহিলাদের হাতা, খুন্তি তৈরি রাখার বার্তা দিয়েছেন। আর সেই বিষয়েই এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন মুখ্যমন্ত্রীর মহিলাদের সামনের সারিতে থেকে লড়াই করার যে বার্তা, সেই বিষয়ে শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে শমীকবাবু বলেন, “এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে স্বাধীনতা সংগ্রামী মনে করছেন। মুজিবর রহমান ওই দেশে ডাক দিয়েছিল। সেই বক্তৃতার নকল এখানে শোনা যাচ্ছে। যাই হোক, উনি চেষ্টা করে দেখুন। বিজেপি তো আর শুদ্ধিকরণ প্রক্রিয়াতে নেই। আমরা সহযোগিতা করছি। উনি যদি সংবিধানকে চ্যালেঞ্জ করেন, তাহলে সেটা সংবিধান কতক্ষণ সহ্য করবে, সেটাই দেখার।”