প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্য জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে গিয়েছে। এখানে কেউ নিরাপদ নয়, বিভিন্ন জেলায় জেলায় বোমাবারুদের বিস্ফোরণ যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই পশ্চিমবঙ্গ জঙ্গিদের সবথেকে নিরাপদ জায়গা বলে মাঝেমধ্যেই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এসআইআর প্রস্তুতি শুরু হতেই প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশী রাজ্য ছাড়তে শুরু করেছেন। এমনকি রাজ্যের চিন্তা বাড়িয়ে ধরা পড়ছে আফগানিস্তানিরাও। যেখানে ভবানীপুর থেকে তিনজন আফগানিস্তানি গ্রেপ্তার হওয়ার পর এবার এয়ারপোর্ট থেকে ডকুমেন্ট সহ আফগানিস্তানী গ্রেফতার হয়েছেন। আর সেই ঘটনা নিয়েই বলতে গিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে খবর আসছে যে, সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ বাংলাদেশি এই রাজ্য ছাড়তে শুরু করেছেন। অনেকে ধরা পর্যন্ত পড়ছেন। আর তার মধ্যেই এক আফগানিস্তানে ধরা পড়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতাও জানিয়ে দিলেন, এই রাজ্য জঙ্গিদের কাছে সবথেকে নিরাপদ।

এদিন বিমানবন্দর থেকে ডকুমেন্ট সহ এক আফগানিস্তানী ব্যক্তিকে গ্রেপ্তার করা প্রসঙ্গে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা নিরাপদ জায়গা। এখান থেকে জাবেদ মুন্সি ধরা পড়েন, কাশ্মীর এসটিএফ তাকে এসে নিয়ে যায়। যিনি আরডিএক্স বানাতে পারেন। কাছেই হরিহর পাড়ায় সাদ শেখ ধরা পড়ে, যিনি আনসারুল বাংলার জঙ্গি। পশ্চিমবাংলায় তৃনমূলকে সরানো খুব প্রয়োজন। কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে।”