প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসআইআর নিয়ে প্রথম দিন থেকেই প্রবল বিরোধিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি এটাও দাবি করছেন যে, এসআইআরের আতঙ্কে নাকি সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। শুধু তাই নয়, কাজের চাপে নাকি অনেক বিএলও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বলেও দাবি করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল রাজ্যের ১৫ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করতে গিয়ে যে সমস্ত বিএলওরা এসআইআর আতঙ্কে প্রাণ হারিয়েছেন, তাদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়েই এবার পাল্টা মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
বর্তমানে এসআইআর নিয়ে তৃণমূলের আতঙ্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যে, প্রথম দিন থেকেই তারা এই প্রক্রিয়ার বিরোধিতা করছে। কিন্তু পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে। কোথাও থেকে কোনো আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যুর খবর না আসলেও, কেন বাংলাতেই এই খবর পাওয়া যাচ্ছে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিজেপির মধ্যে। তাদের বক্তব্য, তৃণমূল এই এসআইআরের বিরোধিতা করছে জন্যেই তারা এই মৃত্যুর খবরকে রটিয়ে দিতে শুরু করেছে। যে কোনো স্বাভাবিক মৃত্যুকেও তারা এসআইআরের আতঙ্কে মৃত্যু বলে দাবি করছে। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গতকাল যে সমস্ত বিএলওরা প্রাণ হারিয়েছেন, তাদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করে এসআইআরের চাপ যে অনেকেই নিতে পারছেন না, তা বোঝানোর চেষ্টা করেন। আর সেই প্রসঙ্গেই বড় মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই মুখ্যমন্ত্রী যেভাবে বিএলওদের মৃত্যুতে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন, তার পাল্টা তিনি বলেন, “ডেঙ্গুতে যারা মারা গিয়েছেন, তাদের কত করে ক্ষতিপূরণ দিচ্ছেন? সাপের কামড়ে যারা মারা গিয়েছেন, তাদের কত করে দিচ্ছেন? প্রেমে ব্যর্থ হয়ে যারা গলায় দড়ি দিয়েছেন, তাদেরও টাকা দিন। মানে ওনার যেগুলো ঘোষিত কর্মসূচি আছে।”