প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর নিয়ে তৃণমূলের মধ্যে আতঙ্ক অনেক দিন ধরেই গ্রাস করেছে। আর সেই কারণে এসআইআর হওয়ার অনেকদিন আগে থেকেই তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে বিভিন্ন হুমকি হুশিয়ারি দিয়েই চলেছেন। এসআইআর হওয়ার পর তৃণমূলের আতঙ্ক যেন আরও দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছে। একেবারে শীর্ষস্তর থেকে আসছে হুমকি, হুঁশিয়ারি মূলক বক্তব্য। স্বাভাবিকভাবেই নিচু তলার নেতারা যে প্রতিযোগিতা করে আরও বেশি করে বিরোধী নেতাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে থাকার চেষ্টা করবেন, তা বলাই যায়। আর সেই কাজ করতে গিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে এসআইআরের আতঙ্কে আতঙ্কিত হয়ে বিজেপি নেতাদের জুতো এবং ঝাঁটা পেটা করার নিদান দিলেন এক তৃণমূল নেতা।

প্রসঙ্গত, এসআইআর হওয়ার পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম মন্তব্য করছেন। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার হুশিয়ারি দিচ্ছেন তিনি। আর এরপরেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, তৃণমূল এই এসআইআরের ফলে অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন। যাকে কেন্দ্র করে নানা মহলে শোরগোল পড়ে গিয়েছে। আর এসবের মধ্যেই বাঁকুড়া জেলায় তৃণমূলের একটি কর্মসূচি থেকে প্রকাশ্যে বিজেপিকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা শিবাজী বন্দোপাধ্যায়। তিনি বলেন, “পশ্চিমবাংলার মাটিতে মায়েরা এই বিজেপিকে এক ইঞ্চিও জায়গা দেবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই মায়েরা বাড়ি থেকে বেরোবে। যারা এসআইআর করতে আসবে, তাদেরকে বলবেন, এখানে দাঙ্গা লাগাতে আসবেন না, অশান্তি করতে আসবেন না। এই শান্ত বাংলাকে যদি অশান্ত করতে আসেন, তাহলে জুতো এবং ঝাঁটা দিয়ে পেটাবেন এবং গ্রাম থেকে বের করে দেবেন।”

আর তৃণমূল নেতার এই বক্তব্যের পর এই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি‌। তাদের বক্তব্য, এসআইআর তো বিজেপি করছে না। এসআইআর করছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই এসআইআর প্রক্রিয়ায় সরাসরি বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আসলে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। সেই কারণেই অবৈধ ভোটারের নাম বাদ যাওয়া এবং ক্ষমতায় টিকে না থাকার আশঙ্কায় তারা সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। আগামী দিনে মানুষ তৃণমূলকে উচিত জবাব দেবে বলেই দাবি গেরুয়া শিবিরের।