প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা এসআইআরের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে রীতিমত হুমকি, হুঁশিয়ারি দিয়ে বসছেন। কেউ বলছেন, বিজেপি নেতাদের বেধে রাখা হবে। আবার কেউ বা বাংলায় রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে বলে মন্তব্য করছেন। আর সেই সমস্ত কিছুর মাঝেই প্রতিনিয়ত তৃণমূল নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রতিযোগিতা ক্রমশ বাড়তে শুরু করেছে এসআইআরের বিরুদ্ধে। তবে এবার সমস্ত সীমারেখার ঊর্ধ্বে উঠে এসআইআরে কারও নাম বাদ গেলে চোখ উপড়ে নেওয়া হবে বলে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। আর একজন জনপ্রতিনিধির এই ধরনের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
বলা বাহুল্য, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা এখন এসআইআর নিয়ে রীতিমত আতঙ্কিত। বিজেপির দাবি, এসআইআর হলে অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। আর এই সমস্ত ভোটারদের নাম বাদ গেলে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না জন্যেই এসআইআর যাতে না হয়, তার জন্য তারা হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। তবে ভারতবর্ষে শেষ কথা বলবে সংবিধান। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এসআইআর হবে বলেই দাবি করছে বিরোধীরা। তবে এতে যে তৃণমূল নেতা-নেত্রীদের আতঙ্ক আরও বাড়তে শুরু করেছে, তা স্পষ্ট। যেখানে এবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন আরামবাগের তৃণমূল সাংসদ।
এদিন এসআইআরের আবহে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। একটি সভা থেকে তিনি বলেন, “এসআইআরের নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যায়, তাহলে যারা বাদ দেবে, তাদের চোখদুটো উপড়ে ফেলা হবে এখান থেকে একেবারে।” আর একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কি করে ভারতবর্ষের সংবিধান কিভাবে চ্যালেঞ্জ করতে পারেন, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, অবৈধ ভোটার হলে তো তার নাম বাদ দেবেই নির্বাচন কমিশন। তখনও কি নিজের এই বক্তব্যেই স্থির থেকে হুমকি, হুঁশিয়ারি দিতে শোনা যাবে তৃণমূলের এই সাংসদকে? প্রশ্ন তুলছে বিরোধীরা।