প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। যতদিন যাবে, ততই সংখ্যাটা আরও বাড়বে বলেই দাবি করছে বিরোধীরা রাজ্যের বিরোধী দলনেতা। প্রথম দিন থেকেই তিনি দাবি করছেন যে, প্রায় ১ কোটির কাছাকাছি নাম বাদ যাবে। এখনও পর্যন্ত শুনানি বাকি রয়েছে। ফলে শুনানি পর্বে যে আরও অনেক ভুয়ো ভোটার ধরা পড়বে এবং এই সংখ্যাটা আরও বাড়বে, তাতে অনেকেই নিশ্চিত। আর তার মাঝেই এবার গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় প্রচুর অবৈধ ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। এতদিন এদেরকে কাজে লাগিয়েই তৃণমূল একের পর এক ভোট বৈতরণী পার হয়েছে বলে দাবি করছে বিজেপি। আর তার মধ্যেই এবার নানা মহলে গুঞ্জন চলছে যে, ঠিক কোথায় দাঁড়াবে এই সংখ্যাটা? কত মানুষের নাম আরও বাদ যাবে? নাকি যে ৫৮ লক্ষ এখনও পর্যন্ত বাদ গিয়েছে, সেখান থেকে অনেক মানুষের নাম কমবে? এসবের মধ্যেই এবার বড় ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি। আর সেখানেই ৫৮ লক্ষ মানুষের নাম এখনও পর্যন্ত এসআইআরে বাদ যাওয়া নিয়ে তিনি বলেন, “আমরা তো চাই, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে ভোট দিক। পশ্চিমবঙ্গবাসী, যারা এদেশের বাসিন্দা, তারা ভোট দিক। এবার সেখানে ক’জনের নাম বাদ গেল, কজনের নাম জুড়লো, এটা তো কোনো আলোচনার বিষয় নয়। তবে দেখতে থাকুন, এখনও তো একমাস সময় আছে।”