প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে চলেছে, সেই ব্যাপারে প্রায় সকলেই নিশ্চিত। আর এসআইআর হলে যারা অবৈধ ভোটার, তাদের নাম যে বাদ যাবে, এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই বুঝতে পেরেছে। ফলে এখন তারা প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন। এমনকি সাধারণ মানুষের কাছেও তারা ভুল বোঝাতে শুরু করেছেন যে, এসআইআর হলে অবৈধভাবে মুসলিমদের নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে তৃণমূলের সেই সমস্ত মিথ্যে, ভাওতাবাজি গল্পের পর্দাফাঁস করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজ গঙ্গারামপুরের সভা থেকে যারা ভারতীয় নাগরিক, সেই সমস্ত মুসলমানদের কেউ ভোটার তালিকা থেকে বাদ যাবেন না বলে গ্যারান্টি দিলেন তিনি।

বলা বাহুল্য, এসআইআরের বিরুদ্ধে বর্তমানে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন। বিজেপির পক্ষ থেকে তেমনটাই অভিযোগ করা হচ্ছে। যেখানে তৃণমূলের কোনো নেতা রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছেন, আবার কেউ বা কারও নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখা হবে বলে নিদান দিচ্ছেন। তবে তৃণমূলের এই সমস্ত বক্তব্য আসলে তাদের যে অবৈধ ভোট ব্যাঙ্ক রয়েছে, তাদের নাম বাদ যাওয়ার কারণেই আতঙ্ক থেকে আসছে বলে পাল্টা দাবি করছে বিজেপি। কিন্তু রাজ্যের শাসক দল বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছে যে, বিজেপি মুসলিমদের ভোট পায় না। তাই এসআইআর করে সেই সমস্ত মুসলিমদের তারা বাদ দেওয়ার চেষ্টা করবে। তবে তৃণমূলের এই মিথ্যে কথাকেই এবার রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

এদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। আর সেখানেই এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে যে সমস্ত অপপ্রচার করা হচ্ছে, তাকে পাল্টা চ্যালেঞ্জের মুখে বলে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যে সমস্ত মুসলিম, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের আশ্বস্ত করেন বালুরঘাটের বিজেপি সাংসদ। তিনি বলেন, “এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে। আপনাদেরও ভয় দেখাবে। ভয় পাবেন না। আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু-মুসলিমদের মধ্যে ভাগ করার কথা বলবে। বলবে, মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু কর্মী এখানে এসেছেন, তাদের আশ্বস্ত করছি, যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক বা মুসলমান হোক, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। সেই গ্যারান্টি বিজেপি নিচ্ছে।”