প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জাতীয় নির্বাচন কমিশনের যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে বাংলায় যে এসআইআর হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। আর এই এসআইআর হলে অবৈধ বাংলাদেশি থেকে শুরু করে অনুপ্রবেশকারী, অনেকের নামই যে বাদ যাবে, তাতে দ্বিমত নেই কারো মধ্যেই। এতদিন সেই এসআইআরের পক্ষে আওয়াজ তুলে অবৈধ অনুপ্রবেশকারীদের কি করে বিতাড়িত করতে হবে, তার ফর্মুলা জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ কৃষ্ণনগরের সভা থেকে তিনি আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। তার বক্তব্য, এসআইআরে নাম কাটা গেলেও মমতা ব্যানার্জি এখানে রেখে দেবে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের। আর এখানেই প্রশ্ন, যদি এই রোহিঙ্গা, অনুপ্রবেশকারীরা এপারেই থেকে যায়, তাহলে লাভেল লাভ কি হলো? কবে তাদের খেদানোর প্রক্রিয়া শুরু হবে? প্রকাশ্য সভা থেকে সেই পথও বাতলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন কৃষ্ণনগরের সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই এসআইআর নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “এসআইআর হচ্ছে। রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, মৃত ভোটার, ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে। আপনারা নজরদারি করবেন। আর এসআইআর হলেও এই রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জি এখানে রেখে দেবে। থাকুক। এপ্রিলে বিজেপি সরকার আসবে। আর তারপর যোগীজীর কাছ থেকে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এনে বুলডোজারের মাথায় চড়িয়ে ওদের ওপারে ফেলব।”
বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী এই এসআইআরের কথা বলে রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের আরও বেশি করে জব্দ করার কথা বলে হিন্দু সম্প্রদায়কে একত্রিত করার কৌশল বেছে নিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে, শুধু এসআইআরে নাম বাদ গেলেই হবে না। যারা এপারে এতদিন সুবিধে নিয়েছে, যারা রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, তাদের একদম উপযুক্ত জবাব দেবে বিজেপি। তাই বিজেপিকে ক্ষমতায় আনলে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা এপারে থাকবে, তাদের টাইট দিয়ে কিভাবে ওপারে ফেরত পাঠাতে হয়, তা খুব ভালো মতই জানে ভারতীয় জনতা পার্টি। আর শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই কথা শুনে রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়েছে উপস্থিত বিজেপি নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষরা।