প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর হবে কি হবে না, এটাই এখন মূল প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে রাজ্যবাসীর কাছে। যদিও বা এসআইআর করতে ইতিমধ্যেই যে একাধিক পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। বিএলওদের শূন্যপদে নিয়োগের ক্ষেত্রেও শুরু হয়েছে তৎপরতা। আর তার মধ্যেই এবার পাওয়া গেল আরো বড় খবর। যার ফলে জল্পনা মাথাচাড়া দিচ্ছে যে, এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ সপ্তাহের একদম প্রথম দিন সোমবারেই বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। যেখানে আগামী সোমবার প্রত্যেক জেলার অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে বৈঠকে বসবে সিইও দপ্তর। স্বাভাবিক ভাবেই প্রত্যেক জেলার প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এই বৈঠক নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই বলছেন, এর পেছনে একটাই কারণ, এসআইআরের আগে যাবতীয় প্রস্তুতি, সেটা সেরে ফেলা। আর সেই কারণেই প্রত্যেকটি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে নিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

বিশেষজ্ঞদের মতে, বাংলার ক্ষেত্রে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয়। কেননা বারবার করে বিরোধীরা অভিযোগ করছে যে, এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অনুপ্রবেশকারী থেকে শুরু করে অবৈধ বাংলাদেশিদের নাম রয়েছে। ফলে এসআইআর হলে সেই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে শাসক দলের যদি নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক না থাকে, তাহলে তারা কেন এটার বিরোধিতা করছে, তা নিয়েও একটা প্রশ্ন রয়েছে অনেকের মধ্যেই। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে এসআইআর যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।