প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআরের অনেক বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি এখনও পর্যন্ত তারা এই এসআইআরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছে। তবে যারা এসআইআরের সব থেকে বেশি বিরোধিতা করেছে, তারাই সবথেকে বেশি এজেন্ট দিয়েছে এবং এসআইআরের সহযোগিতা করছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে, এসআইআর নিয়ে বিজেপি এত মাতামাতি করছে ঠিকই। কিন্তু তাদের ক্যাম্পে তো কোনো লোকই দেখতে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো জনভিত্তি বলে কিছু নেই। কিন্তু এসআইআরে যে প্রক্রিয়া হচ্ছে, তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার, তা এখন নয়, বরঞ্চ দীর্ঘদিন আগে থেকেই সেই ব্যাপারে সমস্ত খুঁটিনাটি প্রস্তুতি নিয়ে রেখেছে দল। এদিন তেমনটাই জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

ইতিমধ্যেই গোটা রাজ্যে এসআইআরের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দেওয়ার পাশাপাশি ফর্ম নেওয়ার কাজও শুরু করে দিয়েছেন বিএলওরা। তবে বেশিরভাগ জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে, বিএলওদের সঙ্গে তৃণমূলের এজেন্টরা রয়েছেন। কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট নেই। স্বাভাবিকভাবেই তৃণমূল এই বিষয়টিকে তুলে ধরে বিজেপির এই পশ্চিমবঙ্গের মাটিতে কোনো সমর্থন নেই এবং সেই কারণেই এসআইআর নিয়ে তারা লাফালাফি করলেও, তাদের কোনো লোক দেখতে পাওয়া যাচ্ছে না বলে খোঁচা দিচ্ছেন। তবে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে তলায় তলায় বিজেপি যে আসল কাজটা করে নিয়েছে, তা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। যেখানে তিনি বলেন, “যারা এসআইআর হবে না বলেছিলেন, যারা এসআইআরকে বয়কট করেছিলেন, পশ্চিমবঙ্গের সবথেকে বেশি ক্যাম্প এবং তারাই সবথেকে বেশি লোক নিয়ে ময়দানে আছেন, তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন কমিশন যা দেখবেন, সেটা দেখে ব্যবস্থা নেবেন। আমরা আমাদের কাজ করেছি। আর আমরা ভোটার তালিকার ওপরের কাজ এক বছরের বেশি সময় ধরে চালাচ্ছি। ফলে যেটা আপনারা দেখছেন যে, বিজেপিকে দেখা যাচ্ছে না, কিছু লোক বলছেন যে, এই তো এখানে বিজেপির ক্যাম্প নেই। বিজেপির যে কাজ, বিজেপি সেটা করেছে। গত দেড় বছর ধরে আমরা সেটা করছি। আর নির্দিষ্ট সময় আমাদের কোথায় কি কি দেওয়ার, সেটা আমরা দিয়েছি।”