প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রায় ১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে। কোথাও তেমন কোনো অশান্তি, গন্ডগোল বিএলএদের ওপর চাপ সৃষ্টি, বিএলওরা কাজ করতে পারছেন না, মানসিক চাপে অনেকে মৃত্যুবরণ করছেন, এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এইরকম খবর আসছে পশ্চিমবঙ্গ থেকে। তাহলে কি সর্ষের মধ্যে কোথাও ভূত রয়েছে? যাদের স্বাভাবিক মৃত্যু হচ্ছে, তাকেও কি এসআইআরের আতঙ্কে মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? এসআইআর নিয়ে তৃণমূলের মনে যে ভয় রয়েছে, যে অবৈধ ভোটারদের ভোটার তালিকায় রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, তা করতে না পারার জন্যই যে শাসক নেতাদের এত ছটফটানি, তা বুঝতে বাকি নেই বিরোধীদের। আর যেখানে বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করছেন, সেখানে তাদের ওপর চাপ সৃষ্টি করে, তাদের মারধর করে যেভাবেই হোক, ভুল তথ্য আপলোড করার একটা মরিয়া চেষ্টা তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় করছেন। এই অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে বিজেপি নেতাদের কাছে। যে কারণে বিএলওদের কাজের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য বারবার বাংলায় এসআইআর নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, যেভাবে এখানে তৃণমূল হিংসাত্মক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তা বন্ধ করতে দিল্লিতে ঠান্ডা ঘরে বসে নয়, রাজ্যে এসে পরিস্থিতি তদারকি করুন বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। আর আরও একবার দিল্লিতে যখন সংসদ চলছে, তখন সেই দিল্লি থেকেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে বাংলা নিয়ে আবেদন জানালেন শমীক ভট্টাচার্য।
ইতিমধ্যেই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক খবর সামনে এসেছে। বিভিন্ন জায়গায় অনেকে প্রাণ হারাচ্ছেন বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। তবে তাদের এই দাবির পেছনে কতটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে, তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। বিরোধীরা বলছেন, তৃণমূল আতঙ্কিত এসআইআর হওয়ার ফলে। যার ফলে তারা এই সমস্ত মিথ্যা কথা বলে এসআইআর প্রক্রিয়াকে স্থগিত করার চেষ্টা করছে। আবার কোনোভাবেই যখন এসআইআরকে আটকানো যাচ্ছে না, তখন বিভিন্ন জায়গায় যে সমস্ত বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করতে চাইছেন, তাদের ওপর চাপ সৃষ্টি করছেন শাসক দলের নেতারা। তাদেরকে ভয় দেখানো হচ্ছে, যাতে তারা মিথ্যা তথ্য আপলোড করেন। তাই এসআইআর যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য যাতে ঠিকমত পূরণ হয়, তার জন্য দিল্লি থেকে বার্তা দিলে হবে না, পশ্চিমবঙ্গে এসে আসল পরিস্থিতি খুঁটিয়ে দেখতে হবে বলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে সেই আবেদন রেখেছিলেন রাজ্য বিজেপির সভাপতি। আর আজ ফের আরও একবার সেই মন্তব্য করলেন তিনি।
এদিন দিল্লিতে সংসদ চলার মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। যেখানে দেশের মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানের উদ্দেশ্যে বাংলায় এসে পরিস্থিতি খতিয়ে দেখার আবেদন জানান তিনি। শমীকবাবু বলেন, “১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে। পশ্চিমবঙ্গে থেকে এত খবর আসছে কেন? বিএলওদের ওপর চাপ দেওয়া হচ্ছে, তাদের নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে রাখা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অফিসে নিয়ে গিয়ে তাদের কাজ করাতে বাধ্য করা হচ্ছে। মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করার ক্ষেত্রে চাপ দেওয়া হচ্ছে। বিএলওদের ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। তাই আমরা চাইছি, জ্ঞানেশ কুমার নিজে বাংলায় আসুন। বাংলায় কি চলছে, সেটা উনি নিজে দেখুন।”