প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু কোথাও কোনো রাজ্যের এত সমস্যার কথা খবরের শিরোনামে দেখতে পাওয়া যাচ্ছে না‌। কিন্তু যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, সেদিন থেকেই একমাত্র খবরের শিরোনামে উঠে আসছে পশ্চিমবঙ্গ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এখানে নাকি কাজের চাপে বিএলওদের মৃত্যু হচ্ছে। এমনকি সাধারণ মানুষরাও নাকি আতঙ্কে প্রাণ হারাচ্ছেন। শুধু তাই নয়, অবৈধ ভোটারের নাম এসআইআরে বাদ যাওয়ার দৃশ্য সামনে আসতেই, সীমান্তে একের পর এক অবৈধ বাংলাদেশিদের ভিড় বাড়তেই রাজ্যে ক্রমাগত বিএলওদের উপর চাপ আসছে বলে অভিযোগ করছে বিজেপি। তাদের বক্তব্য, মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ, বীরভূমের মত জায়গায় তৃণমূলের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছেন বুথ লেভেল অফিসাররা। তাই এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে যে নির্বাচন কমিশনের প্রধান দিল্লিতে বসে রয়েছেন, এবার সেই জ্ঞানেশ কুমারকেই বাংলার ফিল্ডে এসে গোটা বিষয়টি সরে জমিনে দেখার দাবি জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। যা সময়ের দাবি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজেপি প্রথম থেকেই দাবি করেছিল, এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গের শুরু হয়েছে। কিন্তু এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেবে না তৃণমূল কংগ্রেস। কারণ তারা খুব ভালো মতই জানে যে, অবৈধ ভোটার ভোটার তালিকায় না থাকলে তারা ক্ষমতায় থাকবে না। তাই তারা সব রকম ভাবে চেষ্টা করবে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করে যাতে সেই অবৈধ ভোটারদের নাম রাখা যায়, আর অনেক জায়গাতেই বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করতে চাইলেও, সঠিক নিরাপত্তা না পাওয়ার কারণে তারা তৃণমূলের ভয়ের কাছে মাথা নত করে মিথ্যা তথ্য আপলোড করে দিচ্ছেন বলে খবর আসছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কাছে। আর তাই দিল্লি থেকে এসআইআরের ঘোষণা করে বসে থাকলেই যে হবে না, ঠান্ডা ঘরে বসে না থেকে মাঠে নেমে গোটা বিষয়টি যে তদারকি করতে হবে, রাখঢাক না করে মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে সেই বার্তাই দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

এদিন বাংলায় এসআইআর জনিত সমস্যা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে আবার কলকাতায় আসার বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বিএলওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছেন। তারা কি করবেন? তাদের অসহায় অবস্থা। স্বামীর ওপরে জীবনঘাতী হামলা। জায়গায় জায়গায় বাধ্য করছে, মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করতে। ১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। যত সমস্যা পশ্চিমবঙ্গে। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি, আপনি দিল্লিতে বসে থাকবেন না। আসুন, বাংলায় এসে দেখুন। একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান, বীরভূমে যান, দক্ষিণ 24 পরগণায় যান। আপনারও জীবনে একটু অভিজ্ঞতা হবে।”