প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এসআইআরের পর থেকেই মানুষকে ক্ষেপানোর রাজনীতি করছেন বলে অভিযোগ উঠেছে। এসআইআর যখন একটি স্বাভাবিক প্রক্রিয়া, তখন কেন তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে, তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে চলতি মাস থেকে এসআইআরের বিরুদ্ধে জনমত তৈরি করতে উত্তরবঙ্গ থেকে নিজের একের পর এক জেলা সফর শুরু করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি এই কর্মসূচিকে মোটেই গুরুত্ব দিতে নারাজ। ইতিমধ্যেই শুভেন্দুবাবু দাবি করেছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জায়গা দিয়ে হাঁটবেন, সেখানেই বিজেপি জিতবে। তবে এবার তৃণমূল সাংসদের সেই কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

জানা গিয়েছে, চলতি মাস থেকেই এসআইআরের বিরুদ্ধে বিভিন্ন জেলায় জেলায় যাওয়া শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে নবজোয়ার যাত্রার মতই তার এই কর্মসূচি ঘিরে তৃণমূলের উৎসাহ, উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মত। তবে তৃণমূল যতই অভিষেকবাবুর এই কর্মসূচিকে নিয়ে লাফালাফি করুক না কেন, বিজেপি কিন্তু তাতে এক চুলও গুরুত্ব দিচ্ছে না। উল্টে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি নিয়ে আসছে একের পর এক কটাক্ষ। শুভেন্দু অধিকারীর পর এবার আরও একধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কর্মসূচি নিয়ে আক্রমণ করতে গিয়ে বড় মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআরের বিরুদ্ধে একের পর এক জেলা সফর নিয়ে সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “না না এটা আপনাদের ভুল ধারণা এসআইআরকে সামনে রাখা হয়েছে। তবে উনি উত্তরবঙ্গ থেকে দেখছেন, কোথায় বালিঘাট আছে, কোথায় কয়লা আছে, তার হিসাব করে নিয়ে আসবেন। দেখবেন, মালটা কোথা থেকে তোলা যাবে, পয়সাটা তোলার জন্য। অনেকদিন যাননি। নতুন নদী চুরি হতে পারে, তাই খবর নিতে যাচ্ছেন। চুরি ছাড়া ওদের কিছু আছে নাকি? চুরি করতেই তো যাচ্ছে। কোথাও পাথর, কোথাও গরু, কোথাও ছাগল। যেখানে যা পাবে, চুরি করে নিয়ে আসবে।”