প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যের এসআইআর প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যেখান থেকে খবর পাওয়া যাচ্ছে যে, প্রায় ৫৮ লক্ষের মতো নাম বাদ গিয়েছে। বর্তমানে শুরু হতে চলেছে শুনানি পর্ব। আর এই শুনানি পর্বেই আরও অনেক নাম বাদ যাবে বলে দাবি করছে বিরোধীরা। আসল তালিকা ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশেই বোঝা যাবে বলে মনে করছেন তারা। আর এসবের মধ্যেই এবার হিয়ারিং পর্ব শুরু করার প্রক্রিয়া শুরু করে দিলো নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। যেখানে প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বলে খবর। তবে এবারেই শুরু হচ্ছে আসল প্রক্রিয়া। যেখানে যারা সন্দেহের তালিকায় রয়েছেন, তাদের শুনানির জন্য ডাকতে শুরু করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে যা খবর পাওয়া গিয়েছে, তাতে অসঙ্গতিপূর্ণ ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি কাছাকাছি রয়েছে। যাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত ভোটাররা সন্দেহের তালিকায় রয়েছেন, তাদের ডেকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেওয়া হচ্ছে শুনানির জন্য নোটিশ। এক্ষেত্রে প্রত্যেককে শুনানি পর্বে উপস্থিত হওয়ার জন্য সাত দিন সময়সীমা ধার্য করা হয়েছে। তবে সাত দিনের মধ্যে যদি তারা উপস্থিত হতে না পারেন, তাহলে তাদের যথোপযুক্ত কারণ দেখাতে হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জনকে এই শুনানি পর্বের জন্য নোটিশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শুনানি পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় কত মানুষের নাম থাকে, আর কত মানুষের নাম বাদ যায়, সেদিকেই নজর থাকবে সকলের।