প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই দিল্লিতে বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যে এসআইআরের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। পরশু সন্ধ্যাতেই খবর চলে এসেছিল যে, এসআইআরের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। সেই মত গতকাল যখন সাংবাদিক বৈঠকের ব্যাপারে প্রস্তুতি চলছে, তার ঠিক কিছু সময় আগেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলা শাসকদের বদলি করা হয়। শুধু তাই নয়, একাধিক আমলা স্তরেও ব্যাপক রদবদল করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে, এসআইআর প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্যই কি এই কৌশল নিয়েছে নবান্ন? কেননা এসআইআর হওয়ার পর নির্বাচন কমিশন গোটা বিষয়ে নজরদারি রাখবে। তাই সেই সময় সেভাবে প্রশাসনিক স্তরে পরিবর্তন করা যাবে না জন্যই কি তাদের এই সিদ্ধান্ত? তবে এবার সেই বিষয়েই কিভাবে তালিকা তৈরি করা হয়েছে এবং কিভাবে কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়ে ভয়ংকর তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বলা বাহুল্য, গতকাল এসআইআর ঘোষণা হওয়ার আগেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমলা স্তরে যে ব্যাপক রদবদল করা হয়, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, এটা রাজ্য প্রশাসনের, তৃণমূল সরকারের চালাকি ছাড়া আর কিছুই নয়। তারা এই রদবদল করে যাতে এসআইআর প্রক্রিয়া বিলম্বিত হয়, তার কৌশল গ্রহণ করেছে। অনেকে আবার বলছেন, নিজেদের পছন্দের লোককে বিভিন্ন জেলাগুলোতে দায়িত্ব দিয়ে এসআইআর প্রক্রিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে নবান্ন। তবে বিরোধীদের পক্ষ থেকে যখন এই সমস্ত অভিযোগ করা হচ্ছে, ঠিক তখনই আরও মারাত্মক অভিযোগ করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা। একেবারে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের অফিসের নাম করে সেখান থেকেই তালিকা তৈরি করা হয়েছে বলেই দাবি করলেন তিনি।

এদিন সাংবাদিকদের তরফে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ভাইপো এবং ভাইপোর কিছু ক্লোজড অফিসার আছে, যারা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে। কোনো লাভ হবে না। কঠিন নজরদারি থাকবে। নির্বাচন কমিশনেরও থাকবে। আমাদেরও থাকবে।” অর্থাৎ যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার আগেই রাজ্যজুড়ে আমলা স্তরে একটা বিরাট রদবদল করা হয়েছে, এক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও তার অফিস থেকেই সমস্ত কিছু পরিচালিত হয়েছে এবং সেই মতই তালিকা তৈরি করা হয়েছে বলেই জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।