প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই অনেকে দাবি করতে শুরু করেছেন যে, নিউটাউনের একটি অংশে কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ওপার থেকে রোহিঙ্গা, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে এপারে এসেছিলেন, তারা এখন এসআইআরের আতঙ্কে ধরা পড়ে যাওয়ার ভয়ে এখন থেকেই টান টোপলা গুটিয়ে আবার ওপারে ফিরে যেতে শুরু করেছেন। আর এখানেই প্রশ্ন তৈরি হয়েছে যে, সত্যিই কি এতদিন যে সমস্ত বাংলাদেশী পশ্চিমবঙ্গে ছিলেন, তারা এসআইআরের ভয়ে বাড়ি বাড়ি বিএলও যেতেই তার আগেই রাজ্য ছাড়তে শুরু করেছেন? কেননা সীমান্তে প্রচুর বাংলাদেশী ধরা পড়ছে বলে যে খবর সামনে আসছে, তার পরিপ্রেক্ষিতে এবার সেই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে পলায়ন নিয়ে বড় মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি ফর্ম দিতে যাচ্ছেন বিএলওরা। তবে এসআইআরের ঘোষণা যেদিন থেকে বাংলায় শুরু হয়েছে, সেদিন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন যে, সময় থাকতেই আপনারা রাজ্য ছেড়ে পালান, তা না হলে আপনাদের জন্য চরম বিপদ অপেক্ষা করছে। আর তারপর থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে, কলকাতার নিউটাউনে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা এতদিন ছিলেন, তারা এসআইআর শুরু হওয়ার পর রাজ্য ছাড়তে শুরু করেছেন। তবে এই খবরের কতটা সত্যতা রয়েছে, তা নিয়ে বিভিন্ন মহলের ধোঁয়াশা ছিল। কিন্তু এবার সেই বিষয় নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন এই ব্যাপারে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি তো শুনছি, এখানে কেউ ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দামে, কেউ চলে যাচ্ছে। আপনি রাজারহাটে যান। একজন সাংবাদিক বলছিলেন, তার পরিচারিকা, সেও গায়েব। ঠিক যেভাবে নয়ডায় হয়েছে, যেভাবে ফরিদাবাদে হয়েছে, যেভাবে গুরগাঁওয়ে হয়েছে, যেভাবে দিল্লিতে হয়েছে, যে, হঠাৎ কিছু মানুষ উধাও হয়ে যাচ্ছে। আতঙ্ক থেকে হচ্ছে।”