প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর আবহে বাড়ছে রাজনৈতিক তরজা। গোটা দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। বিজেপি দাবি করছে, এসআইআরের মধ্যে দিয়ে প্রকৃত ভোটারদের চিহ্নিত করা সহজ হবে। তবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আবার দাবি করছে, এভাবেই ভোট চুরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে সেই এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল। কিন্তু সেই মামলায় মুলতুবি করে দিলো আদালত। এই মুহূর্তে যে কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিচারপতি।

প্রসঙ্গত, এসআইআর হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কংগ্রেস ক্রমাগত দাবি করছে যেড় এসআইআর করে প্রচুর মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে সেই এসআইআর নিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়। যেখানে আদালতের নজরদারিতে যেন এই এসআইআর প্রক্রিয়া হয়, সেই আবেদন করেন মামলাকারী। এমনকি এসআইআরের সময়সীমা বাড়ানোরও আবেদন করা হয়। তবে শেষ পর্যন্ত এই মামলার ক্ষেত্রে কোনোরূপ হস্তক্ষেপই করতে চাইলো না কলকাতা হাইকোর্ট।

কি ঘটনা ঘটেছে? এদিন কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে যে মামলা হয়েছে, সেই মামলাতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। তিনি জানিয়ে দেন, এই একই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। তাই এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই মামলায় হস্তক্ষেপ করা সম্ভব নয়। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে, সেই মামলা মুলতবি করে দেন তিনি। তবে আপাতত হস্তক্ষেপ না হলেও, শীর্ষ আদালতে যেহেতু গোটা বিষয়টি বিচারাধীন, তাই শীর্ষ আদালতের নির্দেশের পরেই এই মামলার ভবিষ্যৎ কলকাতা হাইকোর্টে চূড়ান্ত হবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।