প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
যত দিন যাচ্ছে, ততই যেন এসআইআর নিয়ে শাসকের সঙ্গে বিরোধীদের দ্বৈরথ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতা এবং মন্ত্রীরা এই এসআইআরের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এসআইআরের বিরুদ্ধে বলতে গিয়ে একজনের নাম বাদ গেলে লণ্ডভণ্ড করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর সেই মন্তব্যেরই পাল্টা রাজ্যের এই মন্ত্রীকে হুশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
ইতিমধ্যেই এসআইআর নিয়ে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীরা তার বিরোধিতা করতে শুরু করেছেন। কেউ বা বিজেপি নেতাদের বেধে রাখা হবে বলে হুমকি দিচ্ছেন। আবার কেউ বা এসআইআরে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে লণ্ডভণ্ড করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনের একটি নিয়মকে কেন এত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাহলে কি তারা অবৈধ ভোটারদের সাহায্যেই এতদিন জিতে এসেছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তার মধ্যেই রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন যে এসআইআরের বিরোধিতা করে লণ্ডভণ্ড করার হুঁশিয়ারি দিয়েছেন, তাকেই পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
গতকাল বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হামলার ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে কলকাতা একটি প্রতিবাদ কর্মসূচি করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, তার পাল্টা মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনি যদি বাংলাদেশী হন এবং আপনার নামও যদি ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে আপনাকেও এই দেশ ছাড়তে হবে। ভারতে থাকা যাবে না। আপনি কত লণ্ডভণ্ড করতে পারেন, আমরাও দেখব।” অর্থাৎ এসআইআর যে হচ্ছে, তা আরও একবার বুঝিয়ে দিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন যেভাবে এসআইআরের বিরুদ্ধে মন্তব্য করে লণ্ডভণ্ড করার হুঁশিয়ারি দিয়েছেন, তাকে কার্যত গুরুত্বই দিলেন না সুকান্ত মজুমদার। বরঞ্চ তিনিও বুঝিয়ে দিলেন যে, রাজ্যের এই মন্ত্রীর নামও যদি ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে তাকেও ভারতছাড়া হতে হবে। যার ফলে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।