প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিহারের মতই গোটা দেশে এসআইআর হবে কি হবে না, তা নিয়ে একটা জল্পনা চলছে। সামনেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের নির্বাচন রয়েছে। তার আগে এসআইআরের পক্ষে বিজেপি ক্রমাগত দাবি করছে। তবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আবার এই এসআইআরের বিরোধিতা করতে শুরু করেছে। আর এইরকম একটা দোলাচল পরিস্থিতির মধ্যেই আজ সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে বৈঠক ছিল। যে বৈঠকের দিকে নজর ছিল গোটা দেশের। আর সেই বৈঠক শেষেই সামনে এলো গুরুত্বপূর্ণ আপডেট।
প্রসঙ্গত, আজ গোটা দেশে সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। যে বৈঠকে এসআইআর প্রস্তুতি নিয়ে সমস্ত রাজ্যের কাছে কতদূর কি কাজে গিয়েছে, সেই সম্পর্কে তথ্য চাওয়া হতে পারে। এইরকম একটি জল্পনা শুরু হয়েছিল। আর এইসবের মাঝেই বড় খবর সামনে চলে এলো। যার ফলে মনে করা হচ্ছে যে, চলতি মাসের শেষেই অথবা আগামী মাসের শুরুতেই গোটা দেশে চালু হতে পারে এসআইআর।
জানা গিয়েছে, এদিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। যেখানে ৩৬ টি রাজ্যের সিইওকে দ্রুত এসআইআর সম্পর্কিত কাজ শেষ করার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটি রাজ্যকে এসআইআরের প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশের খবর সামনে আসার পরেই একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে, পূজোর পরেই হয়ত গোটা দেশে এসআইআর চালু হয়ে যেতে পারে।