প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গ সহ আরও একাধিক রাজ্যে এসআইআর হচ্ছে। বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআরের চরম বিরোধিতা করা হচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় হুমকি, হুশিয়ারিও আসছে বলে অভিযোগ করছে বিরোধীরা। অন্যান্য রাজ্যে এই এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সেখানকার রাজ্য সরকার সহযোগিতা করলেও, পশ্চিমবঙ্গের সরকার তাতে সহযোগিতা করছে না বলেই অভিযোগ উঠছে। আর এসবের মধ্যেই আজ বাংলায় এসআইআরের প্রস্তুতি খতিয়ে দেখতে সাত সকালেই কলকাতায় পৌঁছে গেল জাতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সবথেকে বেশি চাপ পড়ছে বুথ লেভেল অফিসারদের ওপর। অনেক জায়গায় তাদের শাসকদলের হুমকি, হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি তারা ফর্ম দেওয়া, নেওয়া করার পাশাপাশি আবার তাদের ডেটা এন্ট্রি অপারেটরের কাজও করতে হচ্ছে। কিন্তু অন্যান্য রাজ্যে এই ডেটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার নিয়োগ করার প্রক্রিয়া করলেও, কেন এই রাজ্যে সেই প্রক্রিয়া হচ্ছে না এবং এর ফলেই যে বিএলওদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, সেই অভিযোগ তুলতে শুরু করেছেন একাংশ। আর এসবের মধ্যেই আজ রাজ্যে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন ডেপুটি নির্বাচন কমিশনার।

জানা গিয়েছে, আজ সাত সকালে কলকাতায় পৌঁছে যায় জাতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। ডেপুটি নির্বাচন কমিশনের জ্ঞানের ভারতী এই প্রতিনিধি দলে রয়েছেন। প্রথমেই তারা কলকাতা বিমানবন্দর থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে খবর। মূলত কি কারনে এসআইআর প্রস্তুতির জটিলতা তৈরি হচ্ছে, কোথায় প্রস্তুতি থমকে রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। আর তার পরিপ্রেক্ষিতেই যে সমস্ত সমস্যার কথা উঠে আসবে, তার সমাধান বাতলে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশনের এই প্রতিনিধি দল। অর্থাৎ বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে যত সমস্যার কথা উঠে আসছে, তার পরিপ্রেক্ষিতেই যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের এই রাজ্য সফর এবং এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তারা যে বাংলাকে নজরদারির মধ্যে রেখেছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।