প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রীতিমত এসআইআরের ভয়ে আতঙ্কিত হতে শুরু করেছে। বিভিন্ন জেলায় জেলায় তাদের নেতারা বিভিন্ন মন্তব্য করছেন। আর কোনোভাবেই যখন এসআইআর আটকানো গেল না, যখন সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বিএলওরা বাড়ি বাড়ি যাবে বলে খবর পাওয়া যাচ্ছে, ঠিক তখনই এবার বেছে বেছে সেই বিএলও এবং বিরোধী দলের যারা বিএলএ টু থাকবেন, তাদের জব্দ করার চেষ্টা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে। অন্তত তেমনটাই অভিযোগ করছে বিরোধীরা। আর সেসবের মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে প্রচুর নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এসআইআরের পরিপ্রেক্ষিতে সহায়তা ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন। আর এই ক্যাম্পের নেপথ্যে যে ভয়ংকর পরিকল্পনা রয়েছে, এবার সেই তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বলা বাহুল্য, এসআই আর শুরু হয়ে যাওয়ার পর এখন বড় দায়িত্ব রয়েছে বুথ লেভেল অফিসারদের। তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ টু দেরও থাকার কথা। স্বাভাবিকভাবেই বিরোধীরা তাদের এজেন্ট দেবেন। তবে যারা বুথ লেভেল অফিসার এবং যারা বিরোধী দলের এজেন্ট, তাদের ভয় দেখানোর জন্য কি সব রকম চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে করা হবে? সেই জন্যই কি তৃণমূলের এই সহায়তা ক্যাম্প? এবার তা নিয়েই বড় তথ্য দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তৃণমূলের এসআইআরের পরিপ্রেক্ষিতে যে সহায়তা ক্যাম্প, সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই ক্যাম্পের মডেল কি হবে, তা গিরিন্দ্রনাথ বর্মন বলে দিয়েছেন তো। ক্যাম্পের মডেল হবে, বিএলওদের দড়ির সঙ্গে বাঁধা। আরে বিএলএ টু যারা যাবেন, মূলত সিপিএম আর কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় রয়েছে। মুসলিম অধ্যুষিত বাদ দিয়ে সার্বিকভাবে বিজেপিই থাকবে। স্বাভাবিকভাবেই বিএলএ টু বিজেপির লোকগুলোকে এই ক্যাম্পে আক্রান্ত করবে।”